সম্প্রতি এক মাসের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি দার্জিলিংয়ের রাজভবনে থেকেই এই গোটা মাস প্রশাসনিক কাজকর্ম সামলাবেন বলে জানা গিয়েছে। তিনি গত সোমবার উত্তরবঙ্গের ৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বৈঠকে ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজ্যপালের ডাকা বৈঠকে সাড়া দেয়নি।
এরআগে কলকাতায় থাকাকালীন আচার্য হিসাবে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সাথে বৈঠক করতে চেয়েছিলেন ধনখর। সরকারি নিয়ম অনুযায়ী আচার্য হিসাবে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বৈঠকে ডাকতে পারেন। কিন্তু সেই সময়েতেও তিনি কোনো সাড়া পাননি। কিন্তু এখন তিনি রাজ্যপাল। আইন অনুযায়ী, রাজ্যপাল উপাচার্যদের ডাকতে পারেন সরকারের মাধ্যমে। কিন্তু সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যদের রাজ্যপাল ডেকে পাঠালেও তার ডাকে কেউ সাড়া দেয়নি। এমনকি ওইসব উপাচার্যরা যে বৈঠকে আসতে পারবেন না তা জানানোর প্রয়োজনও বোধ করেননি।
রাজ্য সরকার এর আগে যখন আচার্য হিসাবে রাজ্যপাল উপাচার্যদের ডেকেছিল তখন বিরোধিতা করেছিল। রাজ্যের বক্তব্য ছিল, জগদীপ কেন উপাচার্যদের ডাকবে তা রাজ্য সরকারকে জানাতে হবে। তাই জগদীপ এবার আচার্য নয় বরং রাজ্যপাল হিসেবে উপাচার্যদের বৈঠকে ডেকেছিলেন। রাজভবনে তরফ থেকে জানা গিয়েছে,এর আগে রাজ্যপাল উপাচার্যের সাথে বৈঠক করতে চাইলে আমন্ত্রণে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করা থাকত। কিন্তু এবার উত্তরবঙ্গের উপাচার্যদের সাথে বৈঠক শুধুমাত্র একটি সৌজন্যমূলক সাক্ষাৎকার বলে জানানো হয়েছিল।