সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মুসলিমদের ভয়ের কোনো কারণ নেই, কেউ তাদের গায়ে হাত দিতে পারবে না, বুধবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বললেন একথা। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মুসলিমদের যে ভয় রয়েছে তার জন্যে বিরোধী দলগুলির ভুল বোঝানোকে দায়ী করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি মুসলিমদের আশ্বাস দিয়েছেন যে, কেউ তাদের স্পর্শ করতে পারবে না এবং যদি প্রয়োজন হয় তবে তারা সরকারের কাছে যেতে পারে।
মীরাটের শতাব্দী নগর এলাকায় সিএএর সমর্থনে এক সমাবেশে রাজনাথ সিং দাবি করেন যে, দেশ স্বাধীন হওয়ার পরে এনআরসি নিয়ে আলোচনা শুরু হয়েছিল এবং আসামই প্রথম রাজ্য যেখানে এটি কার্যকর করা হয়েছিল। রাজীব গান্ধী সরকারের আমলে এ নিয়ে একটি আলোচনা শুরু হয়েছিল। তিনি বলেন, ‘আমরা এখন এটি চালু করেছি এবং এখন কংগ্রেস এখন বিজেপিকে টার্গেট করছে।’
আরও পড়ুন : ‘বিতর্কে বসতে হলে আমার সাথে বসুন’ সিএএ নিয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ ওয়েইসির
তিনি আরও বলেন, ‘সিএএ তাদের জন্য যারা বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানে ধর্মের ভিত্তিতে অপদস্থ হচ্ছে।’ ‘দলিত শ্রেণীরা সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে এবং তারা যদি এখানে শরণার্থী হয়ে আসে তবে তাদের নাগরিকত্ব দেওয়া উচিত’, বলে মন্তব্য করেন রাজনাথ সিং। জাতীয় জনসংখ্যা নিবন্ধকের (এনপিআর) কথা বলতে গিয়ে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে কোনও দেশের নাগরিকদের নিবন্ধন রাখার অধিকার আছে কি না।
তিনি ব্যাখ্যা করেন যে, দেশে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক পরিকল্পনা তৈরি ও প্রয়োগের জন্য এই নিবন্ধক গুরুত্বপূর্ণ। রাজনাথ সিং আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা সবার জন্য সাম্য এবং ন্যায়বিচারের কথা ভাবেন। তিনি ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতিতে বিশ্বাসী এবং বিজেপি ভয় দেখানোর রাজনীতিতে নামেনি।’ বুধবার সুপ্রিম কোর্ট বিতর্কিত আইনকে চ্যালেঞ্জ জানিয়ে ১৪৪ টি বেআইনী আবেদনের জবাব দিতে কেন্দ্রকে চার সপ্তাহের সময় দিয়েছে।