দেশনিউজ

অমিত শাহের সঙ্গে বৈঠকে মেলেনি সমাধান সূত্র, পরবর্তী রণনীতি নিয়ে আজ সিংঘু সীমান্তে পর্যালোচনা বৈঠক কৃষক নেতাদের

Advertisement

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের প্রকাশ করা কৃষি আইনের বিরোধিতা করে যে কৃষক আন্দোলন শুরু হযেছে, তার অবসান এখনই হচ্ছে না। গতকাল, মঙ্গলবারের পর অন্তত এমনটা নিশ্চিত হয়ে বলাই যায়। কারণ, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘক্ষণ কৃষক নেতাদের বৈঠকের পরেও কোনও সমাধানসূত্র মেলেনি। এখনও নিজ সিদ্ধান্তে অনড় দুপক্ষই। কৃষকদের দাবি মানতে নারাজ সরকার, অন্যদিকে সরকারের আইন মানতে নারাজ কৃষকরা। সব মিলিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হওয়ার পরেও কোনও সমাধান হল না। এমনকি আজ, বুধবার যে বৈঠক হওয়ার কথা ছিল, তাও হচ্ছে না বলে জানা গিয়েছে।

কেন্দ্রের পক্ষ থেকে প্রকাশ করা তিনটি নতুন কৃষি আরবির বিরোধিতা করে এই আন্দোলন চলছে। যার জেরে গতকাল ভারত বনধের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া কৃষক ইউনিয়ন। এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারী কৃষক নেতারা। কিন্তু সেই আলোচনাতে অমিত শাহ কৃষি আইন তুলে নিতে সম্মত হননি। বেশ কয়েক ঘণ্টা এই বৈঠক চলে। কিন্তু বৈঠক শেষে কোনও ইতিবাচক দিকে এসে পৌঁছয়নি দুপক্ষই। আজ, বুধবার সরকারের সঙ্গে আলোচনা হওয়ার কথা ছিল, সেটিও হবে না বলে আগাম জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া কিষান সভা।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অল ইন্ডিয়া কিষান সভার নেতা হান্নান মোল্লা এ প্রসঙ্গে বলেন, নয়া কৃষি আইন প্রত্যাহার করতে রাজি নয় কেন্দ্র। বুধবার সরকারের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল, তা হবে না। অমিত শাহের পক্ষ থেকে কৃষকদের কিছু প্রস্তাব দেওয়া হবে। সেই নিয়ে আগে কৃষকদের মধ্যে আলোচনা হবে, তারপর সরকারের সামনে বসা হবে কিনা,সেটা ঠিক করা হবে। এদিকে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর তা নিয়ে আজ দিল্লির সিংঘু সীমান্তে আলোচনায় বসবে কৃষক নেতারা। তারপরের পরবর্তী রণনীতি ঠিক হবে বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button