দেশনিউজ

RBI এর সাথে আলোচনার পর মেলেনি কোন সমাধান! কোন পথে PMC ব্যাঙ্কের সমাধান?

Advertisement

সম্প্রতি বেশ কয়েকদিন আগেই পাঞ্জাব ও মহারাষ্ট্র কো-অপারেটিভ কেলেঙ্কারি জনসমক্ষে উঠে এসেছে। বহু আমানতকারী তাদের সাশ্রয় করা টাকা এখনও ব্যাংক থেকে পান নি। এর ফলে আমানতকারীরা রীতিমত প্রতিবাদ শুরু করে।

মঙ্গলবার এই প্রতিবাদী আমানতকারীদের একটি প্রতিনিধি দলকে নিয়ে একটি বৈঠক করে। কিন্তু ব্যাংকের শীর্ষ স্থানীয় গভর্নর শক্তিকান্ত দাস বর্তমানে বিদেশ সফরে থাকায় কেলেঙ্কারির ফলে ক্ষতিগ্রস্ত পিএমসি ব্যাংকের ক্ষুব্ধ আমানতকারীরা কোনো সমাধান পাননি। তবে RBI আশ্বাস দেয় যতো তাড়াতাড়ি সম্ভব ব্যাংকটিকে পুনরুদ্ধার করার বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

পিএমসি ব্যাংক আমানতকারী সমিতির আহ্বায়ক বিশ্বাস উটাগী বলেন যে, “RBI আমানতকারীদের জানিয়েছে যে তারা পিএমসি এর অভ্যন্তরীণ তদন্তের একটি প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে যা সপ্তাহের শেষে জমা দেওয়া হবে। এই প্রতিবেদনটি গভর্নরের সাথে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে RBI জানায়।

মুম্বইয়ের সমস্ত ভুক্তভোগী এবং অনেক আমানতকারী বিশেষত প্রবীণ নাগরিকরা সংকট অব্যাহত থাকার কারণে চরম চাপের মধ্যে রয়েছেন। এছাড়া গত ১০ দিনে যে ৬ টি মৃত্যু হয়েছে তা পিএমসি ব্যাংক সম্পর্কিত কারণের জন্যই।

অপরদিকে পিএমসি ব্যাংকের বেশ কয়েকজন আমানতকারী গতকাল মুম্বইয়ে আরো একটি শোরগোল ও বিক্ষোভ করেছেন। এবং RBI সংকট নিরসনের জন্যে পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা এই বিক্ষোভ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।

Related Articles

Back to top button