ক্রিকেটখেলা

আরও সঙ্কটে IPL, প্রথম ম্যাচের কোন টিকিট বিক্রি করা হবে না, জানিয়ে দিল মহারাষ্ট্র সরকার

Advertisement

আর কয়েকদিন পরেই শুরু হবে আইপিএল ২০২০। কিন্তু ইতিমধ্যেই আইপিএল নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গেলো। সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানা যাচ্ছে, মহারাষ্ট্রে হওয়া আইপিএল ম্যাচের টিকিট বিক্রি করা হবেনা। ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ হবে। করোনা ভাইরাসের বিপদ বিবেচনা করে মহারাষ্ট্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং শীঘ্রই রাজ্য সরকার এটি ঘোষণা করতে পারে বলে জানা যাচ্ছে। ২০২০ এর আইপিএলের প্রথম ম্যাচটিই এবার মুম্বাইয়ে, তাই সময়মতো আইপিএল হওয়া নিয়ে যথেষ্টই চিন্তার কারণ দেখা দিল সেকথা বলাই যায়।

বুধবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তৌপে বলেন যে, রাজ্যে করোনা ভাইরাসজনিত অবস্থার দিকে তাকিয়ে সরকারের কাছে এখন দুটি বিকল্প রয়েছে। হয় আইপিএল ম্যাচ পিছিয়ে দেওয়া বা ম্যাচ কেবলমাত্র টিভি দর্শকদের মধ্যে সীমাবদ্ধ রাখা। অর্থাৎ মহারাষ্ট্র যদি সত্যিই টিকিট বিক্রি না করতে দেয় তাহলে মুম্বাই ইন্ডিয়ানসকে এবার সমস্ত ম্যাচ কোনো দর্শক ছাড়াই খেলতে হবে।

আরও পড়ুন : আর মাত্র ১৩৩ রান, একদিনের ম্যাচে শচীনের রেকর্ড ভাঙতে চলেছে বিরাট কোহলি

এই সমস্ত খবরের মধ্যেই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ধারাবাহিকভাবে দাবি করে আসছেন যে আইপিএল 2020 সঠিক সময়েই শুরু হবে।সৌরভ গাঙ্গুলি আরও বলেছেন, খালি স্টেডিয়ামে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে না। শনিবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক আছে, যেখানে ঠিক করা হবে এবারের আইপিএলের ভবিষ্যৎ। এছাড়া এই সপ্তাহেই বিসিসিআই এবং সরকারের মধ্যে করোনার ভাইরাসের বিষয়টি নিয়ে একটি বৈঠক হতে পারে বলে খবর। এই বৈঠকের পরেই এ বিষয়টি স্পষ্ট হবে যে আইপিএল অনুষ্ঠিত হতে পারবে কিনা!

Related Articles

Back to top button