পৃথিবীর সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের কয়েকটি রেকর্ড ইতিমধ্যে স্পর্শ করেছেন ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আগামীতে আরো কয়েকটি রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে রয়েছেন কোহলি। এমন পরিস্থিতিতে বিরাটকে নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী করলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাদের মতে, আগামীতে যদি ধারাবাহিকভাবে বিরাট কোহলি আরো দশ বছর দেশের হয়ে ক্রিকেট খেলতে পারেন তাহলে তার রেকর্ড ছুঁতে পারবে না বাকি কোন ক্রিকেটার!
তাদের মতে, আগামীতে নিয়মিতভাবে দেশের জার্সিতে মাঠে নামলে শচীন টেন্ডুলকারের সমস্থানে কিংবা শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন বিরাট কোহলি। শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির খুব কাছে দাঁড়িয়ে রয়েছে বিরাট কোহলি। অংশুমান গায়কোয়াড মনে করছেন, ৩৩ বছর বয়সী শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলির রেকর্ড সমপর্যায়ে এসে দাঁড়িয়েছে। যেখানে দেশের হয়ে শচীন টেন্ডুলকার দুইশতাধিক টেস্ট ম্যাচ খেলেছেন সেখানে বিরাট কোহলি সবেমাত্র শততম টেস্ট ম্যাচ খেলেছেন। তবে দেশের জার্সিতে শততম টেস্ট ম্যাচ খেলা কম কৃতিত্বের নয় বলে মনে করছেন গায়কোয়াড়।
নিবিড় অধ্যাবসায় এবং দুর্দান্ত ধারাবাহিকতা থাকলেই তবে দেশের জার্সিতে শততম টেস্ট ম্যাচ খেলার সম্ভব বলে মনে করছেন তিনি। অংশুমান গায়কোয়াড় আরো বলেন, বিরাট কোহলি যে ধরনের ফিটনেস ধরে রেখেছেন আগামীতে আরো দশ বছর দেশের জার্সিতে মাঠে নামলে আশ্চর্য হওয়ার কিছু নেই। এমনও হতে পারে তিনি দেশের জার্সিতে দুই শততম টেস্ট ম্যাচ খেলেছেন কিংবা তার খুব কাছে পৌঁছে গেছেন। যদি এমনটা হয় সেক্ষেত্রে তার রেকর্ড ভাঙ্গা নিঃসন্দেহে দুঃসাধ্য হয়ে দাঁড়াবে।