Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নমোর দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর পদে প্রথম কলকাতা সফর, সরগরম শহর

আগামী শনিবার শহর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি কাজেই শহর কলকাতায় আসছেন তিনি।দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার কলকাতায় আসছেন তিনি নরেন্দ্র মোদী। বিজেপি সমর্থকদের প্রধানমন্ত্রীর কলকাতায় আগমন ঘিরে…

Avatar

আগামী শনিবার শহর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি কাজেই শহর কলকাতায় আসছেন তিনি।দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার কলকাতায় আসছেন তিনি নরেন্দ্র মোদী। বিজেপি সমর্থকদের প্রধানমন্ত্রীর কলকাতায় আগমন ঘিরে উত্তেজনা তুঙ্গে।

আগামী শনিবার দুপুরের পর কলকাতা আসবেন তিনি একটি সরকারি কাজের জন্য, বিভিন্ন পরিকল্পনা ছাড়াও তিনি আসছেন কলকাতা বিমান বন্দরের দেড়শ বছর পুর্তি উপলক্ষে। এটিই তার কলকাতায় আসার প্রধান কারন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আবারও ভাঙছে জেলা, প্রশাসনিক কাজের সুবিধার্থে ঘোষণা মুখ্যমন্ত্রীর

রবিবার সকাল দশটায় বিমানবন্দরে দেড়শ বছর পুর্তি অনুষ্ঠানে যাবেন তিনি। শনিবার তিনি প্রথম যাবেন কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের একটি পেন্টিং মিউজিয়ামের উদ্বোধনে। মিউজিয়ামটির উদ্বোধন হবে ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে।এরপর তিনি মিলিনিয়াম পার্কে যাবেন এবং তারপর তিনি হাওড়া ব্রিজে লাইট এবং সাউন্ড ব্যবস্থার উদ্বোধন করবেন। ওইদিন তার শেষ সফর হবে বেলুড় মঠ। সমস্ত কাজ শেষে পরিকল্পনা অনুযায়ী রাজভবনে রাত কাটাবেন তিনি ।

বিজেপি সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্বর্ধনা দেবেন বলে ঠিক করেছেন। কিন্তু তাদের এই পরিকল্পনা কতটা সফল হবে তা নিশ্চিত নয়। রবিবার সকাল দশটায় প্রধানমন্ত্রী নেতাজি ইন্ডোর বন্দরের দেড়শো বছর পূর্তির অনুষ্ঠানে যাবেন। তারপর উড়ে যাবেন দিল্লির পথে।

এছাড়াও সিপিএম সহ বাম সংগঠনগুলি ঘোষনা করেছেন তারা প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানাবেন এবং অবরোধ করা হবে বিমানবন্দরের একাংশ। সুতরাং প্রধানমন্ত্রীর এবারের কলকাতা সফর নিয়ে সরগরম শহর কলকাতা।

About Author