নিউজরাজ্য

উত্তরবঙ্গে আজ থেকে শুরু হচ্ছে আংশিক ট্রেন চলাচল

Advertisement

রেল চালানোর যথেষ্ট পরিমাণ পরিকাঠামো না থাকা সত্বেও ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, এমনই জানানো হল রেলের তরফ থেকে।

নির্বাচনের সংশোধনী বিল পাস হওয়ার পর থেকে শুরু হয়েছে রেল অবরোধ রাস্তা অবরোধ। আটকে পড়েছেন অনেক পর্যটক উত্তরবঙ্গে। তিন চারদিন ধরে হতে থাকা ও ক্রমাগত অবরোধের পরে আস্তে আস্তে রেল চলাচল স্বাভাবিক হচ্ছে। নটি ট্রেন আজ চালানো হবে এমনটাই জানা গেছে পূর্ব উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর থেকে।

আরও পড়ুন : ‘এনআরসি আতঙ্কে আত্মহত্যা ৩০ জনের, দায় নেবে কে?’ প্রশ্ন মমতার

তবে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন, যেমন হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, শিয়ালদা নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল, শিয়ালদা আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, হাওড়া কাটিহার এক্সপ্রেস, শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস, শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস প্রভৃতি।

হাওড়ায় ফিরবে ডিব্রুগড় এক্সপ্রেস, হাওড়া থেকে ছাড়বে কামরুপ সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদা থেকে ছাড়বে শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে ছাড়বে বালুরঘাট তেভাগা এক্সপ্রেস।

Related Articles

Back to top button