বাংলায় অনুভূত হল তীব্র কম্পন। হঠাত তীব্র কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ একাধিক জেলাতে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.০। কম্পনের উৎসস্থল অসমের বংগাইগাঁও। আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। গোটা উত্তরবঙ্গ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ এই কম্পনের কারণ জানা যায়নি এখনও।
২০১৯ সালে একাধিকবার হওয়া তীব্র কম্পনের বেশিরভাগই উত্তরবঙ্গের একটা বিস্তির্ণ অঞ্চলে প্রভাব ফেলে। মাটি থেকে ১০ কিমি নীচে তীব্র এক কম্পন অনুভূত হয়েছে। মাটির উপরেও যার ফলে ভালোই কম্পন অনুভূত হয়।
আরও পড়ুন : বাতিল হতে পারে শিয়ালদহ মেইন লাইনের ৩০০ এর বেশি ট্রেন
স্থানীয় এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে এই ঘটনায়।তবে কম্পনের পর হতে পারে আফটার শক, সেই ভয়ে উত্তরবঙ্গের মানুষ রাস্তায় কিংবা নিরাপদ জায়গার খোঁজ করছেন। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি, হতাহতেরও কোনও খবর নেই।