মকর সংক্রান্তির সকাল থেকেই একটু একটু করে বেড়েছে তাপমাত্রা, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝাই পারদ উর্ধ্বমুখী হওয়ার কারন।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এই পাঁচ জেলায় বৃষ্টিপাত হততে পারে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : আরও একবার রাজ্যপালের বৈঠকে ‘না’ মমতার
উত্তুরে ঠান্ডা হাওয়ার পশ্চিমবঙ্গে ঢোকার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্জা।রবিবার রাজ্যে পশ্চিমাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের পূবালি হাওয়ায় রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প যার জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা। মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে।
এছাড়াও ঘন কুয়াশা ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ, চন্ডীগড়, রাজস্থান ও পাঞ্জাব ও মধ্য প্রদেশে। বিহারে আগামী ২৪ ঘন কুয়াশায় ছেয়ে থাকবে। হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।