নাগালের বাইরে রাজধানীর পরিস্থিতি, দিল্লিতে নিহতের সংখ্যা বেড়ে ২৪, গ্রেফতার ১০৬
দিল্লীর সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। ১০৬ জনকে গ্রেপ্তারসহ মোট ১৮ টি এফআইআর দায়ের করা হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে বেলা বাড়লে কোনো বড়সড় অশান্তি ঘটেনি তবে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছেন ধীরে ধীরে হিংসার আগুন ছড়াচ্ছে, পুলিশ যথেষ্ট ভূমিকা পালন করছেনা। এই মুহুর্তে একমাত্র উপায় হল সেনা মোতায়েন। তবে দিল্লীতে সেনা মোতায়েন করতে চাইছে না সরকার।
এরই মধ্যে বিজেপির তিন নেতার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে দিল্লী হাইকোর্ট। বিজেপি নেতা কপিল মিশ্রর উস্কানিমূলক মূলক মন্তব্যের জেরেই এই নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে যারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে, ঘৃণা ছড়াবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে।
আরও পড়ুন : দিল্লির হিংসার ঘটনা নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা
এই সংঘর্ষ নিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন প্রাক্তন আমলা হর্ষ মান্দার। সেই মামলার শুনানির সময় বিজেপি নেতা কপিল মিশ্র উত্তর-পূর্ব দিল্লীতে যে বক্তৃতা দিয়েছিলেন তার রেকর্ড আদালতে তা শোনানো হয়। হিংসার ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবীর, বিচারপতি এস মুরলীধর ও বিচারপতি তালওয়ান্ত সিংকে নিয়ে গঠিত বেঞ্চে শুনানি হয়। ওই আবেদনে ক্ষতিপূরণ ও সেনা নামানোর কথাও বলা হয়েছে। এরপর উস্কানিমূলক মন্তব্যের জেরে তিন বিজেপি নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার বেলা তিনটের মধ্যে এফআইআর দায়ের করতে পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়।