করোনা সংক্রমণে জর্জরিত গোটা বিশ্ব। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল সরকার থেকে প্রশাসন। তবে এই বিপদের দিনে সমস্ত পুলিশ কর্মীরা যেন ভগবানের দূত সমান। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ক্রমাগত নিজের জীবনের ঝুঁকি নিয়ে চলেছেন তারা। সাম্প্রতিক সময়ে আরতি করা থেকে লকডাউন অমান্যকারীদের নাচ করানো সবেতেই তারা সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছেন। শুধু তাই নয় লকডাউন মেনে চলার জন্য অদ্ভুত রকমের শাস্তিও দিচ্ছেন তারা। সাথে সেগুলি ভাগ করে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
এবার এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের দামোহ জেলার সাব-ইনস্পেক্টর মনোজ যাদবকে। দুটি পাশাপাশি গাড়িতে পা রেখে শরীরের ভারসাম্য রাখতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয় সেটি। সমগ্র জেলার মানুষ এই ভিডিও নিয়ে চর্চা করছে। খুশি নয় পুলিশ বিভাগ, কারণ পুলিশের এইরূপ আচরণ মোটেও শোভনীয় নয়।
लॉकडाउनमध्ये पोलिसाची ‘सिंघम’ गिरी, मनोज यादव असं या पोलिसाचं नाव! pic.twitter.com/AiE77JyoJx
— News18Lokmat (@News18lokmat) May 11, 2020
लॉकडाउनमध्ये पोलिसाची ‘सिंघम’ गिरी, मनोज यादव असं या पोलिसाचं नाव! pic.twitter.com/AiE77JyoJx
— News18Lokmat (@News18lokmat) May 11, 2020
ওই পুলিশ অফিসার বলিউড তারকা অজয় দেবগণের স্টাইলে কম গতিতে পাশাপাশি চলতে থাকা দুটি গাড়িতে দাঁড়িয়েছিলেন। উর্দি পরিহিত অবস্থায় ভাইরাল হওয়া এই ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ডে ‘সিংহম’ সিনেমার টাইটেল ট্র্যাকটি দেওয়া হয়েছে। জানা গেছে যে, এই ঘটনায় তিনি আহতও হয়েছেন।