Sandipta Sen: মা সারদা নয় বরং মডার্ন নারীর বেশে সন্দীপ্তা, পুজোর আগেই বিশেষ চমক অভিনেত্রীর!
টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সন্দীপ্তা সেন। সন্দীপ্তা ২০০৮ সালে ‘দুর্গা’ সিরিয়াল দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক করেন। এরপর একের পর হিট ধারাবাহিকে আকে অভিনয় করতে দেখা গিয়েছে। ২০২০ সালে ধারাবাহিকে ব্রেক নিয়ে করোনা পরিস্থিতি সামাল দিয়ে করুণাময়ী রাসমনি উত্তরপর্বে মা সারদা হয়ে ফিরেছেন সন্দীপ্তা সেন।
রানিমার ‘ছোট ঠাকুর’ গদাধরের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব হয়ে ওঠার কাহিনিই এবার উঠে আসবে এই ধারাবাহিকে। সঙ্গে সারদামণির সঙ্গে হবে ‘বহু প্রতীক্ষিত মিলন’। মা সারদার ভূমিকায় অভিনয় করতে পেরে সন্দীপ্তা যে একটা আলাদা অনুভূতি অনুভব করছেন। ইতিমধ্যে সারদামনির চরিত্রে দেখতে পেয়ে মা কাকিমারাও বেশ খুশি অভিনেত্রীর হাসি, টানাটানা চোখ আর অভিনয় দক্ষতা সকলকেই আকর্ষিত করেন। সন্দীপ্তার অভিনয় এই ধারাবাহিকের টিআরপি বেশ ভালো।
এবার পর্দার মা সারদা আজকের মর্ডান নারী। হ্যাঁ পুজোর আগে নতুন একটি মিউজিক ভিডিয়োতে অভিনয় করলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। আর এই নতুন গানের নাম ‘মডার্ন নারী’। এই গানের মাধ্যমে সন্দীপ্তা আধুনিক যুগের নারীদের ইতিকথা তুলে ধরবেন তিনি। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই গানের মধ্যে কিছুটা ব্যঙ্গ মিশিয়ে আজকের দিনে নারীদের সমস্যার কথা তুলে ধরা হয়েছে। সন্দীপ্তাকে বিভিন্ন রূপে দেখা যাবে এই গানে।
তিন ধরনের লুকে গানে দেখা পাওয়া যাবে অভিনেত্রীর। প্রথমে লাল পেড়ে সাদা শাড়ি পরে সাবেকি সাজে,এরপর শিফন শাড়ি এবং ডেনিম জ্যাকেটে। আর গানের শেষে রয়েছে দুর্গাপুজোর আমেজ নিয়ে সাজ। এর এই বাংলা গানের কিছুটা অংশ জুড়ে রয়েছে র্যাপ। নতুন ‘মডার্ন নারী’ গানে কণ্ঠ মিলিয়েছেন উজ্জ্বয়িনী মুখোপাধ্যায় এবং গানটি লিখেছেন অদিতি বসু। এই গানের ভিডিয়োটি পরিচালনা করেছেন দীপাঞ্জন রায়। কবে আর কোথায় আসছে এই গান? ৬ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন মুক্তি পাবে এই গান। ‘মিষ্টি দই আনলিমিটেড’-এর ইউটিউব চ্যানেলে এই দিন দেখা যাবে সন্দীপ্তা অভিনীত ‘মর্ডান নারী’। আর অপেক্ষা কিছুদিনের।