ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিদেশনিউজ

Bank Holiday: এখন সপ্তাহে এত দিন ব্যাংক বন্ধ থাকবে, RBI-এর সিদ্ধান্ত এসেছে

Advertisement

বিগত কয়েক বছর ধরে ব্যাঙ্কে বাড়তি ছুটির জন্য দাবি করে আসছেন কর্মীরা। প্রায় এক বছর ধরে বিভিন্ন ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নের বারবার আবেদন করছিল। ব্যাঙ্কগুলি সপ্তাহে মাত্র পাঁচ দিন কাজ করবে। রবিবার ছাড়াও ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের তরফে ধারাবাহিকভাবে শনিবার বন্ধ রাখার দাবি জানানো হয়েছিল, যা এখন অনুমোদিত হয়েছে।

এক রিপোর্টে বলা হয়েছে, এ দিন ভারতীয় ব্যাঙ্ক পরিচালনার প্রতিনিধিত্বকারী সংস্থা ইন্ডিয়ান ব্যাংকিং অ্যাসোসিয়েশনের (আইবিএ) বৈঠকে শিল্পমহলের পক্ষ থেকে ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নগুলির কাছে শনিবার সব শনিবারকে ব্যাঙ্ক ছুটি ঘোষণার দাবি জানানো হয়। বলা হয়েছিল, শিল্প সংস্থার তরফে তা মেনে নেওয়া হয়েছে। আইবিএ আবেদনটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রকের কাছে পাঠিয়েছে। অনুমোদন পেলে, সুতরাং এর অর্থ হ’ল ব্যাঙ্কের শাখাগুলি সপ্তাহে মাত্র পাঁচ দিন, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার কাজ করবে।

তবে শাখায় দৈনিক কাজের সময় ৪৫ মিনিট পর্যন্ত বাড়ানো হবে। বর্তমানে মাসের প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার ব্যাংক শাখা খোলা থাকে। দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটির দিন। তবে ২০১৫ সাল পর্যন্ত মাসের সব শনিবারসহ সপ্তাহে ছয় দিন ব্যাংক খোলা ছিল।

Related Articles

Back to top button