সুখবর! এবার বেসরকারি হাসপাতালগুলিতেও মিলবে করোনা ভ্যাকসিন, ঘোষণা রাজ্য স্বাস্থ্য দফতরের

কলকাতা: বেসরকারি হাসপাতালেও (Private Hospital) মিলবে। তবে এখনও স্বাস্থ্য দফতর বেসরকারি হাসপাতালে কবে থেকে এই ভ্যাকসিন পাওয়া যাবে,সে ব্যাপারে কিছু জানায়নি৷ রাজ্য স্বাস্থ্য দফতর গতকাল, বুধবার (Wednesday) ভ্যাকসিন (Vaccine) নিয়ে বেসরকারি হাসপাতালগুলির…

Avatar

কলকাতা: বেসরকারি হাসপাতালেও (Private Hospital) মিলবে। তবে এখনও স্বাস্থ্য দফতর বেসরকারি হাসপাতালে কবে থেকে এই ভ্যাকসিন পাওয়া যাবে,সে ব্যাপারে কিছু জানায়নি৷ রাজ্য স্বাস্থ্য দফতর গতকাল, বুধবার (Wednesday) ভ্যাকসিন (Vaccine) নিয়ে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে করে। সূত্রের খবর, ২৪টি বেসরকারি হাসপাতালের প্রতিনিধির সঙ্গে ওই বৈঠক হয়েছে৷ বেসরকারি হাসপাতাল থেকেও যাতে করোনা টিকা পাওয়া যায়,তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। ওই বৈঠকে স্বাস্থ্য অধিকর্তা এবং সচিব স্তরের কর্তারা ছিলেন৷

প্রসঙ্গত,করোনা ভ্যাকসিন গত মঙ্গলবার রাজ্যে এসে পৌঁছেছে৷ আগামী শনিবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে টিকাকরণ৷ পশ্চিমবঙ্গেl কোভিশিল্ডের ১০ লক্ষ ডোজ এসে পৌঁছেছে৷ করোনার টিকা প্রথম প্রথম পর্যায়ে সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স-সহ সমস্ত স্বাস্থ্যকর্মী এমনকি চতুর্থ শ্রেণির কর্মীদেরও টিকাকরণ হবে। দ্বিতীয় পর্যায়ে পুলিশকর্মীদের এবং তৃতীয় পর্যায়ে টিকা দেওয়া হবে সাধারণ মানুষকে।

প্রতিষ্ঠানগুলির চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীর টিকাকরণের বন্দোবস্ত রাজ্য সরকারের তরফেই করা হবে বলে জানানো হয়েছে৷ রাজ্যে দুটি জায়গায় ভ্যাকসিন স্টোর করা হয়েছে৷ একটি বাগবাজারে রাজ্য সরকারের ভ্যাকসিন স্টোর এবং দ্বিতীয়টি হেস্টিংসে ভ্যাকসিন হাব৷ বাগবাজার ভ্যাকসিন স্টোর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় টিকা পৌঁছে দেওয়া হচ্ছে৷ প্রথম পর্যায়ে ৬ লক্ষ ৪৪ হাজার ৫০০ জনের টিকাকরণ করা হবে বলে জানা গিয়েছে৷ এইসব তথ্য কো-উইন অ্যাপে মিলেছে৷