বর্তমানের মূল্যবৃদ্ধির বাজারে কয়েক হাজার টাকা উপার্জন করতে দম ছুটে যাচ্ছে। আর এক্ষেত্রে নিজেদের যাতায়াত ভাড়া বাঁচাতে দুচাকা কেনার ঝোঁক বেড়েছে অনেকটাই। লকডাউনের সময় থেকেই এই প্রবণতা বেড়েছে দ্বিগুণ। আর এখন চার চাকার বড় বড় সংস্থাগুলোও ভাবছে দুচাকার গ্রাহকদের জন্য। এবার তাদের জন্যই সুখবর নিয়ে এলো এক নতুন সংস্থা।
পেট্রোল ডিজেল চালিত স্কুটারগুলির তুলনায় ইলেকট্রিক স্কুটারের দাম বেশি। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটারও বানাচ্ছে বিভিন্ন সংস্থা। খুব সম্প্রতি ভারতের স্টার্টআপ কোম্পানি ‘ইভোলেট’ ডার্বি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে সাধারণ গ্রাহকদের জন্য।
ডার্বি ইলেকট্রিক স্কুটার:
১) ‘ইভোলেট’ ডার্বি ইলেকট্রিক স্কুটার ক্লাসিক ভেরিয়েন্টে চালু করেছে।
২) ডার্বি ইলেকট্রিক স্কুটারে ১.৮ কে ডব্লিউ এইচ ক্ষমতার একটি লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে।
৩) একবার চার্জ দিলে টানা ১০৫ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে এই স্কুটারে।
৪) এই ডার্বি স্কুটারে ২৫০ ওয়াটের বিএলডিসি প্রযুক্তির সহযোগে একটি শক্তিশালী মোটর রয়েছে।
৫) এই ডার্বি স্কুটারে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগে তিন-চার ঘন্টা।
৬) ইভোলেট ডার্বির সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার পার আওয়ার।
৭) বিনা লাইসেন্সেই চালানো যায় এই ইভোলেট ডার্বি।
৮) এই স্কুটারের উভয় চাকাতেই রয়েছে ব্রেক।
৯) এলিডি লাইট, জিপিএস, ডিজিটাল স্পিডোমিটার, স্কুটারের সাথে মোবাইল সংযোগ করার ফিচার্সের মত অনেক প্রযুক্তিই সংযুক্ত করা হয়েছে এই ডার্বি ইলেকট্রিক স্কুটারে।
উল্লেখ্য, ভারতে বর্তমানে ইভোলেট ডার্বি ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হয় ৭২,৪৫০ টাকা থেকে। তবে কেউ যদি একেবারে এই বড় অঙ্কের টাকা দিতে না পারেন, সেক্ষেত্রে ইএমআইয়েরও ব্যবস্থা রেখেছে ইভোলেট কোম্পানি।