রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে পুজোর পর সাধারণ মানুষের কথা ভেবে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে কেন্দ্রীয় সরকার। সরকারের এই সিদ্ধান্তে মধ্যবিত্তদের মুখে যে হাসি ফুটবে, তা বলার অপেক্ষা রাখে না।
আসলে করোনার সময় থেকেই কেন্দ্রীয় সরকার গ্যাসের উপর ভর্তুকি দেওয়া বন্ধ করে দিয়েছিল। ভর্তুকি বন্ধ হয়ে যাওয়াতে অনেকটা বেশি টাকা দিয়ে প্রতি মাসে গ্যাস কিনতে হচ্ছিল মধ্যবিত্তদের। এবার পুজোর পর সরকার আবার পুরনো ভর্তুকি দেওয়ার নিয়ম ফিরিয়ে আনতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিতে এলপিজিতে ভর্তুকি দেওয়া হচ্ছে। তাই দেশের অন্যান্য রাজ্যেও শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার।
সরকার যদি ভর্তুকি দেয় তাহলে আপনি এলপিজি গ্যাস সিলিন্ডার কিনে নিতে পারবেন মাত্র ৫৮৭ টাকায়। সরকারের পক্ষ থেকে পেট্রোলিয়াম কোম্পানির ডিলারদের প্রতি সিলিন্ডার পিছু ৩০৩ টাকা ভর্তুকি দেওয়া হবে। ইতিমধ্যেই ভর্তুকি ব্যবস্থা ফের চালু করার প্রস্তাব রেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে। সূত্রের দাবি, আগামী মাস থেকে আগের মতোই ৩০৩ টাকা ভর্তুকি আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এতে দেশের কোটি কোটি মানুষ অনেকটাই স্বস্তি পাবেন।