Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সারা ভারতজুড়ে শুরু হবে NPR, বাদ এই দুই রাজ্য

Updated :  Wednesday, January 15, 2020 10:10 PM

এনআরসি ও সিএএ-র বিরোধিতা হয়েছিল সারা দেশ জুড়েই। বিক্ষোভে সামিল উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম – দেশের বিভিন্ন রাজ্যের মানুষ। অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ঘোষণা করেছিলেন এনআরসি করতে দেবেন না তাদের রাজ্যে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এনআরসি, এনপিআর ও সিএএ – শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে আটকাবেন কেন্দ্রের জনবিরোধী পদক্ষেপ। কেরালা সরকার এনআরসি, এনপিআর ও সিএএ রুখতে বিধানসভায় আইন আনার পর কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিমকোর্টেও মামলা করে।

তবে বাকী রাজ্যগুলোর লম্ফঝম্ফই সার। সেভাবে কেন্দ্রের বিরোধিতায় দেখা গেল না তাদের। উল্টে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল এনপিআর হবে প্রতিটি রাজ্যেই। ব্যতিক্রম শুধু কেরালা ও পশ্চিমবঙ্গ। বুধবার, বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যগুলি জানিয়ে দিয়েছে যে, খুব শীঘ্রই এনপিআর প্রক্রিয়া শুরু করা হবে। এর মধ্যে যেমন রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি, তেমনই রয়েছে অবিজেপি শাসিত রাজ্যগুলিও। তবে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও কেরালার পিনারাই বিজয়নের সরকার এখনও এনপিআর নিয়ে কেন্দ্রের বিরোধিতায় সামিল রয়েছে। তৃণমূল ও সিপিআইএম শাসিত এই দুই রাজ্য জানিয়ে দিয়েছে, কোন অবস্থাতেই রাজ্যে এনপিআর করতে দেবে না তারা।

আরও পড়ুন : নির্ভয়া কাণ্ডে দোষীদের পিছিয়ে গেল ফাঁসির তারিখ, রায় দিল্লি হাইকোর্টের

প্রসঙ্গত, কয়েকদিন আগেই এনপিআর নিয়ে বিরোধীদের বার্তা দিয়েছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। বিজেপি বিরোধী দলগুলিকে এ বিষয়ে ভেবে দেখার আর্জি জানিয়েছিলেন তিনি।