NPS: প্রতিমাসে পাবেন ১০,০০০ টাকা পেনশন, আজ থেকেই এই সরকারি প্রকল্পে শুরু করুন বিনিয়োগ
ভারত সরকারের এই প্রকল্প সম্পর্কে আপনারা সকলেই অবগত
যারা বেসরকারি চাকরি করেন তারা নিজেদের অবসর বয়স নিয়ে অত্যন্ত বেশি চিন্তিত থাকেন। তাদের কাছে কোনরকম পেনশনের সুবিধা না থাকার কারণে বেসরকারি চাকরিতে অনেকটা বেশি রিস্ক থাকে ভবিষ্যৎ নিয়ে। অবসর নেওয়ার পর পেনশনের সুবিধা পাওয়া যায় না অনেক সময়। অন্যদিকে সরকারি কোম্পানিতে কর্মরত কর্মচারীরা অবসর গ্রহণের পর পেনশনের সুবিধা পেয়ে যান। বেসরকারি খাতে কর্মরতরাও যাতে এর সুফল পান তার জন্য ভারত সরকার তাদের জন্য নিয়ে এসেছে একটি দারুণ প্রকল্প যার মাধ্যমে ৬০ বছর বয়সের পরে আপনি প্রতিমাসে মোটা টাকা পেনশন পেতে পারবেন। যে পেনশন প্রকল্পের কথা আমরা বলতে চলেছি তার নাম হলো জাতীয় পেনশন স্কিম, বা ন্যাশনাল পেনশন স্কিম এনপিএস। যারা বেসরকারি খাতে চাকরি করছেন তারা এমপিএস প্রকল্পে বিনিয়োগ করে বৃদ্ধ বয়সে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে পেনশন পেতে পারেন।
আপনি যদি এই এনপিএস প্রকল্পে বিনিয়োগ করেন তাহলে এই প্রকল্প আপনাকে ভবিষ্যতের সুরক্ষা দেবে। এটি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত একটি চমৎকার পেনশন নীতি যা গ্রহণ করার পরে আপনি অবসর গ্রহণের পর মোটা টাকা পেনশন পেতে পারেন। এর পাশাপাশি প্রতি মাসে আপনার ব্যাংক একাউন্টে সরাসরি টাকা চলে আসবে, আপনাকে প্রতি মাসে পেনশন কালেক্ট করতে কোথাও যেতে হবে না। এই প্রকল্পে আপনি নিজের এবং আপনার সঙ্গীর নামে একটি একাউন্ট খুলতে পারেন। এনপিএস প্রকল্পের ৬০ বছর বয়সের পরে অর্থ এবং পেনশন উভয়ের সুবিধা একসাথে আপনি পাবেন।
আপনি বার্ষিক এবং মাসিক ভিত্তিতে এমপিএস প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। আপনি যদি এই প্রকল্পের একাউন্ট খোলেন তাহলে আপনাকে প্রতিমাসে ১ হাজার টাকা করে দিয়ে বিনিয়োগ শুরু করতে হবে। ৭০ বছর বয়স পর্যন্ত আপনি এই প্রকল্প চালিয়ে যেতে পারেন। তবে ৬০ বছরের পরে আপনি ৬০ শতাংশ টাকা তুলতে পারেন। এনপিএস প্রকল্পে বিনিয়োগ করে আপনি ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আয়কর জমার ক্ষেত্রে। এছাড়াও আয়করের ধারা 80C বাদেও আপনি 80CD এর অধীনে এনপিএসে সঞ্চয়ের সুবিধা পেতে পারেন।
যদি আপনার বয়স ৩০ বছর হয় তাহলে আপনি এক্ষুনি এনপিএস একাউন্ট খুলে প্রতি মাসে ৫,০০০ টাকা করে বিনিয়োগ শুরু করুন। ৩০ বছরের জন্য যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনাকে ১০ শতাংশ করে রিটার্ন দেওয়া হবে। তাহলে ৬০ বছর বয়সে আপনার এনপিএস অ্যাকাউন্টে প্রায় ১.১২ কোটি টাকা থাকবে। হিসেব অনুযায়ী আপনি ৪৫ লক্ষ টাকা পাবেন এবং সেইসঙ্গে ৫৪ হাজার টাকা পেনশনের সুবিধা গ্রহণ করতে পারবেন। একইসঙ্গে অবসর গ্রহণের সময় ৬০ শতাংশ অর্থ আপনি উত্তোলন করতে পারবেন।