Today Trending Newsদেশনিউজ

NRC, CAA-র প্রতিবাদে আগামী ২৯শে জানুয়ারি ভারত বনধের ডাক মুসলিম সংগঠনের

Advertisement

এনআরসি ও সিএএ-র প্রতিবাদে প্রথম থেকেই প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি চালিয়ে নিয়ে এসেছে বিভিন্ন মুসলিম সংগঠন। সেই প্রতিবাদ আন্দোলন কখনও কখনও হিংসাত্মকও হয়ে উঠেছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল সরকারি সম্পত্তি। পুলিশের পাল্টা আঘাতে জখম হয়েছিলেন বিক্ষোভকারীরা, প্রাণও দিয়েছেন বেশ কয়েকজন। তবুও আন্দোলন থেমে যায়নি। দক্ষিণ দিল্লির শাহিনবাগে এখনও চলছে বিক্ষোভ আন্দোলন। সেই আন্দোলনের রেশ ছুঁয়ে গিয়েছে কলকাতাকেও।

শাহিনবাগে চলা বিক্ষোভ কর্মসূচিকে পাশে রেখেই এবার পাল্টে ফেলা প্রতিবাদের অভিমুখ। এনআরসি, সিএএ ও এনপিআর-এর বিরোধিতায় ডাক দেওয়া হলো ভারত বনধের। ভারত জুড়ে এই বনধের ডাক দিয়েছে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড। আগামী ২৯ জানুয়ারি সারা দেশ জুড়ে এই বনধ পালন করা হবে বলে জানিয়েছেন ল বোর্ডের সেক্রেটারি মৌলানা সাজ্জাদ নোমানী। গত সোমবারই সমস্ত দেশবাসীকে বনধের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন : ‘এক দেশ এক রেশন কার্ড’ জুন থেকে চালু হবে গোটা দেশে

শাহিনবাগে বিক্ষোভের রেশ এসে পৌঁছেছে কলকাতাতেও। শাহীনবাগের প্রতিবাদের আঁচ এসে পৌঁছেছে কলকাতার রাস্তায়। পার্কসার্কাস থেকে শুরু করে তা মহানগরের কোণায় কোণায় ছড়িয়ে পড়েছে এই আন্দোলন।

Related Articles

Back to top button