মুকুল রায় সিএএ এনআরসি প্রসঙ্গে জানালেন সিএএ র ফলে নাগরিকত্ব যাবে না কারোর বরং যারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের সংখ্যালঘুরা অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নেবে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। বিরোধীরা নাগরিকত্ব আইন নিয়ে যতই ভুল প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করুক না কেন বিজেপি মানুষের পাশে আছে আর থাকবে। তিনি আরো আরো বলেন রাজ্যে এনআরসি হচ্ছে না। এনআরসি হবে এই ধরনের কোনো মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
লাভপুরে তৃণমূলের বিধায়ক যিনি বর্তমানে বিজেপি নেতা ছিলেন সেই মনিরুল ইসলামের বাড়িতে খুনের ঘটনায় মুকুল রায়ের নাম জড়ানোয় তাকে কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রেপ্তার করা না গেলেও জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং সেই নির্দেশে বৃহস্পতিবার সিউড়ি থানায় দুপুর দুটো থেকে রাত ৮ টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় মুকুল রায় কে।
আরও পড়ুন : CAA প্রতিবাদীদের ফের হুঁশিয়ারি যোগীর, বুঝে নেবে সব হিসেব-নিকেষ
মুকুল রায় প্রসঙ্গে বলেন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তিনি তদন্ত সাহায্য করবেন কিন্তু তৃণমূল সরকার মিথ্যে মামলা সাজিয়ে পরিকল্পনা করে জেরার নামে হেনস্তা করতে পুলিশের ব্যবহার করছে। দীর্ঘ জেরার প্রসঙ্গে তিনি বলেন সত্য উদঘাটনের থেকেও আসল উদ্দেশ্য ছিল তাকে হেনস্থা করা। যদিও পুলিশের বিরুদ্ধে তিনি কোন অভিযোগ করেননি কারণ তিনি বলেছেন রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করছে পুলিশ। তাই পুলিশের জিজ্ঞাসাবাদের যথাযথ উত্তর তিনি দিয়েছেন।