এনআরসি নিয়ে কেন্দ্রের সাথে সংঘাত বাড়িয়েই চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও তিনি এনআরসি বিরোধী সভা থেকে বিজেপিকে তোপ দাগেন। তিনি বলেন, ‘এনআরসি আতঙ্কে ৩০ জন আত্মহত্যা করেছেন। এদের মৃত্যুর দায় কে নেবে?’ এই নিয়ে বিজেপির দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেও মৃত ৩০ জনের নাম অবশ্য প্রকাশ করেননি তিনি।
তবে মৃত ব্যক্তিদের না প্রকাশ না করায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ গেরুয়া শিবিরের। তাদের দাবি, মুখ্যমন্ত্রী অযথা এনআরসি নিয়ে রাজনীতি করছেন। মুখ্যমন্ত্রীর মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলে মনে করছে তারা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : দৃষ্টান্তমূলক শাস্তি আর্জি, পিছিয়ে গেল কুলদীপের সাজা ঘোষণা
প্রসঙ্গত, এর আগে যে কোন মূল্যে পশ্চিমবঙ্গে এনআরসি ও ক্যাব আটকানোর কথা ঘোষণা করেছিলেন তিনি। প্রয়োজনে নিজের প্রাণ দিয়েও এনআরসি আটকাবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।