এসে গেল বড় ঘোষণা, এখন NRC রসিদ ছাড়া আধার কার্ড পাওয়া অসম্ভব, এই কারণ দেখালো সরকার
এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ অনেকদিন ধরেই ভারতের একটা আলোচনার বিষয় হয়ে থেকেছে
এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ দীর্ঘদিন ধরে দেশের একটা আলোচনার বিষয় হয়ে থেকেছে। সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য অসম এনআরসি রসিদ ছাড়া আধারকার্ড দেওয়া নিষিদ্ধ করে দিয়েছিল। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, এনআরসি রসিদ ছাড়া কাউকে যদি আধার কার্ড দেওয়া হয়, তাহলে আধার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ নতুন আধার কার্ড তৈরি করার জন্য এখন ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ থাকা খুব প্রয়োজন। সূত্রের দাবি এবারে দেশের অন্যান্য রাজ্যেও এই একই ঘোষণা হতে চলেছে। সূত্রের খবর এখানেও কিন্তু আধার কার্ড দেখাতে হলে অসমের মতো এনআরসি রসিদ দিতে হবে।
আসামের মুখ্যমন্ত্রী কয়েক মাস আগে এই নিয়ে একটি বড় ঘোষণা করেছিলেন যা নিয়ে রাজ্যে একটা তুমুল বিরোধিতা শুরু হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই প্রশাসনিক আধিকারিকরা জানিয়ে দিয়েছিলেন, যাদের এনআরসি নম্বর নেই তাদের আধার কার্ড তৈরি করা হবে না আর। মুখ্যমন্ত্রী নির্দেশ অক্টোবর থেকে কার্যকরতে শুরু করেছে। তবে আদেশের বিরোধিতা আবার অনেক জায়গাতে দেখা যাচ্ছে। এর পিছনে আসাম সরকারের উদ্দেশ্য হল, রাজ্যে রোহিঙ্গাদের আগমন বন্ধ করা। শুধু তাই নয় জনসংখ্যার তুলনায় আধার কার্ডের আবেদন অনেক বেশি, যার ফলে বোঝা যাচ্ছে রাজ্যের সন্দেহজনক নাগরিকের সংখ্যা বাড়ছে। সেই কারণেই মুখ্যমন্ত্রী আধিকারিকদের এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন।
তথ্য অনুসারে কোন নাগরিক যদি এবার আধার কার্ড তৈরি করতে চান তবে তাকে আগে NRC রসিদ তৈরি করতে হবে এবং তার হার্ড কপি জমা দিতে হবে। এর কিন্তু বেশ কিছু শর্ত রাখা হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা বলছেন, আসামে আধার কার্ড পাওয়া আর খুব একটা সহজ কাজ হবেনা। একইভাবে অন্যান্য রাজ্যগুলিতেও আধার কার্ড দেবার প্রক্রিয়া কঠোর হতে চলেছে। ফলে বোঝাই যাচ্ছে, আসামের পর এবার অন্যান্য রাজ্যেও NRC প্রক্রিয়া খুব দ্রুত চালু হবে।