একগুচ্ছ সুন্দরী বলিউড অভিনেত্রীদের মধ্যে জুহি চাওলার নাম জানেন না, বা শোনেনি এমন ব্যাক্তি খুব কমই পাওয়া যাবে। তার ভক্তগনের সংখ্যাও কম নয়। কিন্তু এবার সেই সুন্দরী অভিনেত্রীর ন্যুড ভিডিও ইন্টারনেটে ভাইরাল। এক ভিডিও তে তাকে পোশাক পাল্টানোর অবস্থায় দেখা গেছে। সেই ভিডিও তোলপাড় তুলেছে । কোটি কোটি ভিউ, শেয়ার, লাইক…
ভিডিওটিতে দেখা যায় পোশাক বদলাচ্ছেন নায়িকা। হ্যাঁ ঘটেছে এমনটাই ! তবে গোড়া থেকেই শুরু করা যাক। সবুজে মোড়া কোনও একটি জায়গায় ঘুরছিলেন নায়িকা। আচমকাই শুরু হয়ে যায় বৃষ্টি। কী করবেন ? দৌড়ে একটি পরিত্যক্ত কাঠের বাড়িতে ঢুকে পড়েন হলুদ লং ফ্রকে লাস্যম্যী জুহি। চারপাশ ফাঁকা, কেউ নেই, জামাটা ভিজে গিয়েছে… অতঃপর পোশাক বদলাতে থাকেন নায়িকা। স্পষ্ট হয়ে ওঠে নায়িকার সিক্ত পিঠ… এমন সময়েই সাসপেন্স… ওই কাঠের বাড়িতে একা ছিলেন না নায়িকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসেখানে উপস্থিত ছিলেন আরও একজন…কাঠে দরজার ফাঁক থেকে তিনি দেখতে থাকেন নায়িকাকে। তবে, এই ভিডিওটি এখনকার নয়। ১৯৯৩ সালের সুপারডুপার হিট ছবি ‘ডর’-এর একটি দৃশ্য। ২৬ বছর বাদে ফের নেট দুনিয়ায় ফিরে এল জুহির সেক্সি ভিডিও। প্রমাণ করল, এতবছরেও জুহি ম্যাজিক এতটুকু ফিঁকে হয়নি। ভিডিওটিতে দেখা যায় পোশাক বদলাচ্ছেন নায়িকা। হ্যাঁ ঘটেছে এমনটাই।