করোনায় আক্রান্ত হয়ে ভারতে পঞ্চম মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে পঞ্চম মৃত্যুর ঘটনা ঘটলো দেশে। আজ রাজস্থানে মৃত্যু হয়েছে ইতালির এক পর্যটকের। ৬৯ বছর বয়সী ওই পর্যটক আন্দ্রে কার্লে জয়পুরের ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ভারতে বেড়াতে এসে যতজন ইতালীয় পর্যটক করোনায় আক্রান্ত হয়েছিলেন তারমধ্যে ছিলেন কার্লে।

জয়পুরের ফর্টিস হাসপাতালে চিকিৎসা চলছিল তার। প্রাথমিক ভাবে ভাইরাস থেকে মুক্তিও পেয়েছিলেন তিনি। কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পর হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। এই নিয়ে ভারতে মোট চারজনের মৃত্যু হলো করোনায়। এর আগে গতকাল পাঞ্জাবে একজন মারা যান।

আরও পড়ুন : ইউরোপে ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে করোনা, চিনকে ছাড়িয়ে গেল ইতালির মৃত্যু

দেশে ইতিমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। গতকাল রাতে জাতির উদ্দ্যেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার জনতা কারফু জারি করার আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ সকালেই দ্বিতীয় আক্রান্তের খবর পেয়ে গেছে। বেলেঘাটা আইডিতে এখন চিকিৎসাধীন তিনি।