খোলা পিঠ, কালো টপে ‘হট’ লুকে নুসরত জাহান, ভাইরাল অভিনেত্রীর ছবি

সম্প্রতি কালো অফ শোল্ডার টপে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী নুসরত জাহান। নুসরত সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। এই ছবিটি কোনো সি বিচের ধারে তোলা। নেটিজেনরা নুসরতের এই ছবিটির প্রশংসা করেছেন। এমনকি এই ছবিটির প্রশংসা করেছেন অভিনেতা যশ দাশগুপ্ত। তিনি নুসরতকে ঢেউ তুলে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে বলেছেন। কিন্তু নুসরত বলেছেন, সাংঘাতিক ঢেউয়ে সাঁতার কাটতে জানেন না তিনি, হাইড্রোফোবিয়া রয়েছে তাঁর।

সম্প্রতি মুক্তি পেয়েছে নুসরত জাহান ও যশ দাশগুপ্ত অভিনীত ফিল্ম ‘sosকোলকাতা’। এই ফিল্মে যশ অভিনয় করেছেন এক পুলিশ অফিসারের চরিত্রে যার মূল উদ্দেশ্য হলো জঙ্গি দমন করা। নুসরত এই ফিল্মে যশের বিপরীতে অভিনয় করছেন। নুসরত ও যশের অভিনয় করা একটি র‍্যাপ সঙ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটি ‘sosকোলকাতা’র প্রমোশনাল সং ভিডিও।

কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ পশ্চিমবঙ্গ রাজ্য সফরে এসেছিলেন। সেই সময় তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান তাঁর বিরোধিতা করেছিলেন। নুসরত বলেছিলেন, অমিত শাহ মিথ্যাবাদী। তিনি বাংলার মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। অমিত শাহের কারণে বাংলা কেন্দ্রীয় সাহায্য থেকে বঞ্চিত। বাংলার মানুষ যেন অমিত শাহের প্রতিশ্রুতিতে বিশ্বাস না করেন। সেই সময় সোশ্যাল মিডিয়ায় অনেকে নুসরতের ধর্ম নিয়ে কটাক্ষ করে হিন্দুত্ববাদের কথা বলেন। নেটিজেনদের একাংশ নুসরতকে বলেন, বসিরহাট থেকে নির্বাচিত হয়েছেন নুসরত। অথচ লকডাউনের সময় তিনি বসিরহাটের মানুষকে কোনো সাহায্য করেননি। বরং তিনি ইন্সটাগ্রামে নিয়মিত নিজের ভিডিও ও ফটো পোস্ট করেছেন। নুসরত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

View this post on Instagram

Major missing.. ? #throwback #takemebackthere #instapic

A post shared by Nusrat (@nusratchirps) on