টলিউডবিনোদন

করোনা সতর্কতায় গরীব বিক্রেতাদের মাস্ক বিতরন করলেন নুসরত জাহান

Advertisement

কৌশিক পোল্ল্যে: আজ সকাল থেকেই সরকারি কার্ফিউ ধার্য করা হয়েছে সারা ভারতবর্ষে। করোনা ভাইরাসের ভয়াল রূপ ইতিমধ্যেই প্রত্যক্ষ করেছে সারা বিশ্ব। ভারতবর্ষের অবস্থাও মোটের ওপর সুবিধের নয়, ঘাড়ে নিশ্বাস ফেলছে মহামারির আতঙ্ক।
মহারাষ্ট্র ও রাজস্থানে ১৪৪ ধারা জারি করার পরেও স্বস্তি না মেলায় রাজ্যগুলিকে সরকারি তরফে আংশিক সিল করা হয়েছে।

পশ্চিমবঙ্গে বাংলাদেশি দুটি বর্ডার পুরোপুরি সিল করা গেলেও রাজ্য সিল করা সরকারিভাবে হয়নি, তবে বন্ধ হয়েছে উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেনির পরীক্ষা। কলকাতা সহ জেলাগুলির রাস্তাঘাটে চোখে পড়ছে রেকর্ড পরিমান নির্জনতা। প্রায় সকলেই মেনে নিয়েছেন কার্ফিউ কার্যক্রম।

আরও পড়ুন : লন্ডন থেকে ফিরে পার্টি, গায়িকা কণিকা কাপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের

যদিও নিয়ম মেনে খোলা থাকবে এ রাজ্যের অত্যাবশ্যকীয় জিনিসপত্রের বাজার ও দোকান। সেই কারনেই শহরতলি সহ মফস্বলের ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকানপাট খোলা রাখছেন। ভাইরাসের আতঙ্কে তাদের নিয়েও তৎপর সরকার, এ বিষয়ে এগিয়ে বসিরহাট এলাকায় সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান।

গতকালই সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মাস্ক বিতরন করলেন নিজহাতে। সোশ্যালে প্রকাশ্যে এল সেই ছবি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই মুহূর্তের কিছু ছবি তুলে ধরেছেন নুসরত। সকলেই তার এই সাহসী পদক্ষেপের ভূয়সী প্রংশসা করেছেন। উল্লেখ্য গতবছর লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে তিনি বসিরহাটের সাংসদ নিযুক্ত হন, কাজেই এলাকার মানুষজনের সুরক্ষার দায়িত্ব তুলে নিয়েছেন নিজকাঁধে। নুসরতের মাস্ক বিতরনের কিছু ঝলক নীচের পোস্টটিতে সাজানো রইল, দেখে নিন।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps) on

Related Articles

Back to top button