টলিউডনিউজবিনোদনরাজ্য

বিতর্কের মুখে পড়ে মুখ খুললেন টলি অভিনেত্রী নুসরাত জাহান!

Advertisement

বিয়ের পর প্রথম সিঁদূর খেলা আর সেই সিঁদূর খেলাকে কেন্দ্র করেই বিতর্কের মুখে টলি অভিনেত্রি তথা বসিরহাটের তৃনমুল সাংসদ নুসরাত জাহান। কিছুদিন আগেরই বিবাহ বন্ধনে অবদ্ধ হয়েছেন নুসরাত জাহান। বিয়ের পর এই প্রথম তিনি তার স্বামি নিখিলের সাথে চালতা বাগান সর্বজনীননে পুজোর অঞ্জলি দেন। এবং তার ফলে তাকে মৌলবাদী দের তোপের মুখেও পড়তে হয়। এবং এই ঘটনার কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে পরনে লাল পাড়, ঘিয়ে রঙের শাড়ি, মাথা ভরতি সিঁদুর, গায়ে গয়না। এক্কেবারে বাঙালি বধূর মতো সেজে শুক্রবার বিকেলে নুসরাত জাহান কে তার স্বামীর সাথে সিঁদূর খেলায় দেখা যায়।

মহিলাদের গালে সিঁদুর মাখিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ও করেন। নুসরাত মুসলিম ঘরের মেয়ে হলেও বরাবরই পুজোই মাতেন নুসরাত। না খেয়ে অঞ্জলি দিতেন কিন্তু এই বছর একা নয়। স্বামী নিখিলের সাথে অষ্টমীর অঞ্জলি দিলেন নিখিল ঘরনি নুসরাত। এই ঘটনা সংবাদ মাধ্যমে ও নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। এবং বহু বিতর্কের মুখে পড়েন টলিউড অভিনেত্রী তথা তৃনমুল সংসদ নুসরাত জাহান। এছাড়াও তাকে মৌলবাদীদের তোপের মুখে পড়তে হয়েছিল সদ্য নতুন জীবনে পা রাখা নুসরতকে।

একজন মুসলমান পরিবারের সন্তানের এভাবে পুজোতে মেতে ওঠা মানে ইসলাম ধর্মকে অবজ্ঞা করা ছাড়া কিছুই নয় বলে সমালোচনার মুখেও পড়তে হয়েছে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান কে।কিন্তু তিনি মৌলবাদীদের কটাক্ষ কে তোয়াক্কা করেননি সেটা সিঁদুর খেলাতেই স্পষ্ট। নুসরাত বলেন – আমি ভীষণ খুশি এভাবে সিঁদুরখেলায় অংশ নিতে পেরে। আমি ঈশ্বরের বিশেষ সন্তান। আমি মানবতাকেই বেশি শ্রদ্ধা করি। বিতর্কে আমি কান দিই না।

Related Articles

Back to top button