টলি অভিনেত্রী নুসরত জাহান খুব শীঘ্রই মা হতে চলেছেন। এই খবর এখন কারোরই অজানা নয়। সামনের সেপ্টেম্বর মাসের ১০ এর মধ্যে প্রথমবার মা হবেন এই অভিনেত্রী। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা খবর কেউই কোনোদিন ভালো চোখে দেখেননি। কারণ আগত এই শিশুর বাবা নিখিল জৈন নয়। কিন্তু কে নুসরতের বাচ্চার বাবা। এই নিয়ে শুরু নানান বিতর্ক। কিছুতেই এই বিতর্ক পিছু ছাড়ছেনা। এই একমাসের মধ্যে নুসরতকে নষ্ট মেয়ের আখ্যাও পেতে হয়েছে। কয়েকদিনে অভিনেত্রীকে হাজার ঝড়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাও তিনি চুপ থেকেছেন।
সমাজে অভিনেত্রীকে নিয়ে যতই কাঁটাছেড়া হোক নিজের প্রতি বিশ্বাস আর আস্থা দুই অটুট রেখেছেন নুসরত জাহান। কখনো তার সোশ্যাল মিডিয়ার পাতায় উঠে আসছে পজিটিভ থাকার বার্তা তো কখনো স্বাধীনভাবে বাঁচার বার্তা। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকবার নিজেই বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তবে এই অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের কাজ থেকে বিরতি নেননি, বরং নিয়মিত শ্যুটিং ফ্লোরে দেখা মিলছে অভিনেত্রীর।
তবে এবারে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে এক নতুন ছবি শেয়ার করলেন। নিজের অন্তঃসত্ত্বা কালীন অবস্থা অভিনেত্রী একাই উপভোগ করছেন। তবে এর মাঝেই অভিনেত্রীর মনে এক প্রশ্ন এসেছে। তিনি ভবিষ্যতে কার সন্তানের মা হবেন? ছেলে না মেয়ে? তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন। তবে ভারতীয় রীতি নয় বরং পাশ্চাত্য সংস্কৃতিতে সন্তান পুত্র না কন্যা, তা প্রকাশ করার উপলক্ষে পার্টির আয়োজন করা হয়। যেখানে একটি কেক কাটা হয়।
তবে এই কেকের একটা বিশেষত্ব আছে। যিনি এই কেকটি বানান, কেবল তিনিই সন্তানের লিঙ্গ জানবেন। এমনই প্রথা। কেক বানানোর সময়ে সেই কেকের ভিতরে নীল অথবা গোলাপি রঙের স্তর থাকে। নীল স্তর থাকলে বোঝা যাবে পুত্রসন্তান। আর গোলাপি স্তর হলে কন্যাসন্তান। সে রকমই একটি সুন্দর কেক এসেছে অভিনেত্রী নুসরতের বাড়িতে। কেকের উপর লেখা, ‘বয় অর গার্ল?’ অর্থাৎ পুত্রসন্তান নাকি কন্যাসন্তান? সেই কেকে দেখা ‘বয়’ লেখার উপরে নীল রং দিয়ে পতাকা আঁকা। ‘গার্ল’-এর উপরে গোলাপি রঙের পতাকা আঁকা।
যাঁরা কেক বানিয়েছেন, তাঁদের নাম লেখা রয়েছে কেকের উপর। নুসরত সেই ছবিটি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করে তার উপর চুম্বনের চিহ্ন একটি ইমোজি ও পোস্ট করেছেন। যা থেকে অনেকের জল্পনা, নুসরত সম্ভবত জেনে গিয়েছেন তাঁর সন্তান কন্যা না পুত্র হতে চলেছে। তবে এখনো নুসরতের কপালে জুটলো অপমান। অনেকের মন্তব্য এই ভাবে সন্তান জন্মের আগে ভবিষ্যৎ সন্তানের লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণ বেআইনি। তবে এর উত্তর অভিনেত্রী দেননি।