Nusrat Jahan: নুসরত জাহানের কাছে স্বার্থপর আর প্রকৃত ভালোবাসার মানুষ কে? কী জানাল অভিনেত্রী

এই মুহূর্তে পেজ থ্রিয়ের হটটপিক হলেন অভিনেত্রী নুসরত জাহান। দাম্পত্য জীবন, অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে সরগরম পুরো নেটদুনিয়া। গত জুন মাসে অভিনেত্রীর অন্তঃসত্ত্বার খবর সামনে আসে। সরাসরি নিজের অন্তঃসত্ত্বা হওয়ার…

Avatar

এই মুহূর্তে পেজ থ্রিয়ের হটটপিক হলেন অভিনেত্রী নুসরত জাহান। দাম্পত্য জীবন, অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে সরগরম পুরো নেটদুনিয়া। গত জুন মাসে অভিনেত্রীর অন্তঃসত্ত্বার খবর সামনে আসে। সরাসরি নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা না বললেও অভিনেত্রীর বেবি বাম্পের ছবি হঠাৎ করে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে অভিনেত্রীর কোল আলো করে আসতে চলেছে তাঁর হবু সন্তান। এখন শুধু প্রহর গোনার পালা। আর তাই দিন দিন বেড়ে চলেছে অভিনেত্রীর মাতৃত্বকালীন জেল্লা।

নুসরতের সাহসকিতাকে অনেকেই কুর্নিশ জানিয়েছেন। কারণ নুসরত এখনো তাঁর আগত শিশুর পিতৃপরিচয়ের কথা বলেননি। তবে এই আগত শিশুর বাবা নিখিল নন সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন নিখিল। অন্যদিকে নিখিল জৈনের সঙ্গে নিজের সম্পর্ককে সহবাস আখ্যা দিয়েছেন। এখনো অভিনেত্রী নিজের হবু সন্তানের পিতার নাম কিছু জানাননি। বরং নিজের পরিচয়ে এই সন্তানকে মানুষ করতে চান সিঙ্গল নুসরত ।

এসব নানান বিতর্কের মাঝে দিব্যি নিজের মতো সময় কাটাচ্ছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে এই অন্তঃসত্ত্বাকালীন যশের সাথেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। যশের সাথে কোনো ছবি না দিলেও তাঁর পোষ্য ‘হ্যাপি’র সঙ্গে নানান ছবি শেয়ার করছেন অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। এই সময় নুসরত নিজের ইন্সটাগ্রাম পেজে দরুণ ভাবে সক্রিয়।

তাঁকে ঘিরে বিতর্কের শেষ নেই। কিন্তু নুসরতের সাহসকিতাকে অনেকেই কুর্নিশ জানাচ্ছেন। নিখিল জৈনের সঙ্গে সম্পর্ককে সহবাসের নাম দিয়েছেন, নিজের হবু সন্তানের পিতার নামও জানাননি সিঙ্গল নুসরত জাহান। স্বাভাবিকভাবেই বিতর্ক পিছু ছাড়ছে না। কিন্তু কুছ পরোয়া নেই নুসরতের। তিনি দিব্বি সময় কাটাচ্ছেন যশ ও তাঁর পোষ্য ‘হ্যাপি’র সঙ্গে। 

অভিনেত্রী বরাবর নিজের জীবনটা নিজের মতো করে বাঁচেন। নিয়মের বেড়াজাল ভেঙে নদীর স্রোতের মতো ভেসে বেরিয়েছেন অভিনেত্রী। মঙ্গলবার রাতে ফের নুসরত নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে জীবনমুখী বার্তা শেয়ার করলেন। হালকা নীল ব্যাকগ্রাউন্ডে শ্যানন থোমাসের একটি অংশ লেখা আছে। কী লেখা সেখানে?শেয়ার করা ছবিতে লেখা আছে, ‘যারা আমাদের সত্যি ভালবাসে, তারা আমাদের জীবনের আনন্দ সম্পর্কে ওয়াকিবহাল এবং চিন্তিত। যারা স্বার্থপর, তারা আমাদেরকে শুধু আশেপাশে চায় নিজেদের ভাল রাখার জন্য।’

Nusrat Jahan: নুসরত জাহানের কাছে স্বার্থপর আর প্রকৃত ভালোবাসার মানুষ কে? কী জানাল অভিনেত্রী

তবে প্রশ্ন হল অভিনেত্রী কাকে স্বার্থপর বললেন? নিজের প্রাক্তন লিভ ইন পার্টনারকে নাকি বর্তমানের চর্চিত প্রেমিক যশই হলেন তাঁর প্রকৃত ভালোবাসার মানুষ। পুরোপুরি স্পষ্ট কিছু না বললেও অভিনেত্রীর পোস্টের লেখা নিয়ে অনেকেই এই ধারণা করে নিচ্ছেন যে যশই এখন অভিনেত্রীর সব। এখন এদের নিজের ভালোবাসার কথা প্রকাশ্যে আনার পালা।

About Author