Yashrat: প্রেমিকা মা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট যশের, কী বললেন অভিনেতা?

নুসরতের মা হতে চলার খবর প্রকাশ্যে আসার আড়াই মাসের মাথায় বৃহস্পতিবার দুপুর বেলা সন্তানের জন্ম দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। গত আড়াই মাসে অভিনেত্রীর প্রেগনেন্সির খবর প্রকাশ্যে আসতে যশ দাশগুপ্তের সঙ্গে…

Avatar

By

নুসরতের মা হতে চলার খবর প্রকাশ্যে আসার আড়াই মাসের মাথায় বৃহস্পতিবার দুপুর বেলা সন্তানের জন্ম দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। গত আড়াই মাসে অভিনেত্রীর প্রেগনেন্সির খবর প্রকাশ্যে আসতে যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের খুলমখুল্লা রোম্যান্সের কাহিনি ঘুরে ফিরে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে। এমনকি কলকাতার প্রকাশ্য বৃষ্টিভেজা রাস্তায় হাতে হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে দুজনকে। তবে নুসরতের পুত্র সন্তানের পিতৃ পরিচয় নিয়ে কোনও মন্তব্য এখনো করেননি ‘যশরত’। 

বিতর্ক থাকুক আর না থাকুক, নিজের প্রেমিকা নুসরতের পাশে সব সময় ছিলেন, আছেন হয়তো ভবিষ্যতেও থাকবেনও অভিনেতা যশ দাশগুপ্ত। অন্তত, নুসরতের মা হওয়ার এই পুরো জার্নিটায় সব কটাক্ষ আর গুঞ্জনকে এক পাশে সরিয়ে, একেবারে শক্ত হাতে সব ঝড় থেকে নুসরতকে রক্ষা করেছেন। এমনকি নুসরতের হাসপাতালে ভর্তি থেকে দুপুরে ওটিতে যাওয়া অব্দি অভিনেত্রীর পাশে সশরীরে উপস্থিত ছিলেন। আজ নুসরত মা হওয়ার পর সাংবাদমাধ্যমের সামনে দু-লাইনের বিবৃতি দিয়েছেন যশ নিজে। তিনি জানান, ‘যাঁরা জানতে চাইলছেন নুসরতের স্বাস্থ্য সম্পর্কে তাঁদের বলে রাখি মা ও ছেলে দুজনেই একদম সুস্থ রয়েছে, খুব ভালো আছে’। প্রেমিকার মা হওয়ার নিজের ব্যক্তিগত অভিব্যক্তি এই বার্তায় কোনোভাবে যোগ করেনি যশ। 

Yashrat: প্রেমিকা মা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট যশের, কী বললেন অভিনেতা?

তবে প্রেমিকার প্রথমবার মা হওয়া নিয়ে বেশ চিন্তায় ছিলেন যশ। তবে সব চিন্তার অবসান ঘটেছে আজ দুপুরেই। দুজনেই পুরোপুরি সুস্থ। টেনশন ফ্রি হতেই যশ প্রথম ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করলেন।তা এই নতুন পোস্টে কী লিখলেন অভিনেতা? যশ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি নতুন ছবি পোস্ট করেছেন। যেখানে কালো টিশার্টে দেখা গেল যশকে। একেবারে যেন কনফিডেন্ট লুক।

এই ছবি পোস্ট করে যশ লিখলেন, ‘নিজের উপর বিশ্বাস রাখো। এরপরেই যশের এই ছবি দেখে নেটিজেনরা তাঁকে বাবা হওয়ার শুভেচ্ছা ভরিয়ে দেন। ইউটিউবার স্যান্ডি সাহা লেখেন, ‘আজ আমি মাসি হয়ে গেলেন’। তবে এখনো কারোর কমেন্টের কোনো প্রতিক্রিয়া দেননি। তবে যশের এই ছবি পোস্ট হতেই হাসপাতালের বেড থেকেই লাইক দিলেন নতুন মাম্মা। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Yashrat: প্রেমিকা মা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট যশের, কী বললেন অভিনেতা?