ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Oben Electric Bike: ১ লাখ টাকার মধ্যেই পেয়ে যাবেন এই দুর্দান্ত ইলেকট্রিক বাইক, চার্জ হয়ে যাবে ৪০ মিনিটের মধ্যেই

এই নতুন ইলেকট্রিক বাইক আপনি কিনতে পারবেন খুব কম টাকার মধ্যেই

Advertisement

সম্প্রতি একটি নতুন ইলেকট্রিক চালিত বাইক ভারতের বাজারে জন্য নিয়ে এলো ইলেকট্রিক অটোমোবাইল কোম্পানি ওবেন ইলেকট্রিক। এই সংস্থার প্রতিটি বাইক এমনিতেই ভারতে প্রচন্ড জনপ্রিয়। এবার এই তালিকায় যুক্ত হলো আরো একটি নতুন বাইক, যার নাম দেওয়া হয়েছে Oben Rorr Ez। মাত্র এক লক্ষ টাকার মধ্যে এই নতুন বাইক আপনারা পেয়ে যাবেন। কিছুদিনের মধ্যেই এই বাইক আপনারা ভারতের বাজারে দেখতে পাবেন। এই নতুন বাইকটির দাম রাখা হয়েছে ৮৯,৯৯৯ টাকা। খুব সস্তা দামের মধ্যে এই নতুন ইলেকট্রিক বাইক ভারতীয়দের জন্য নিয়ে আসছে এই কোম্পানি।

এই নতুন ইলেকট্রিক বাইকটিতে আপনারা কিছু ভালো ফিচার পেয়ে যাবেন। তবে আশা করবেন না যে এই বাইকে এমন কিছু ফিচার থাকবে যা একেবারেই অন্য বাইকে দেখা যায় না। স্মুথ রাইডিং বৈশিষ্ট্য আপনারা পেয়ে যাবেন এই বাইকে। এর পাশাপাশি এই বাইকের ক্লাস এবং গিয়ার শিফটিং এর ফিচার আপনি পেয়ে যাবেন। এছাড়াও জ্বালানি তেলের বর্ধিত দামের চাপ থাকছে না এই বাইকে। এই বাইকে মোট তিনটি ব্যাটারি বিকল্প আপনারা পেয়ে যাবেন। প্রথমটি হল ২.৬ কিলোওয়াট ঘণ্টা ক্ষমতা বিশিষ্ট, দ্বিতীয়টি হল ৩.৪ কিলোওয়াট ঘন্টা ক্ষমতার বিশিষ্ট এবং তৃতীয়টি হল ৪.৪ কিলোওয়াট ঘন্টা ক্ষমতা বিশিষ্ট। এই বাইকে আপনারা এমন কিছু ব্যাটারি ফিচার পেয়ে যান যা এই বাইককে আরো ভালো বৈশিষ্ট্য দেবে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ শতাংশের বেশি তাপসহন ক্ষমতা। এই ব্যাটারী প্যাকের দ্বিগুণ লাইফ স্প্যান আপনারা পেয়ে যাবেন। এই স্বতন্ত্র মৌলিক ব্যাটারি অত্যন্ত নিরাপদ এবং বিশ্বাসযোগ্য, যাতে সর্বোচ্চ ৯৫ কিমি প্রতি ঘণ্টায় গতি তোলা যায়। মাত্র ৩.৩ সেকেন্ডের মধ্যেই আপনি এই বাইকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় গতিবেগ তুলতে পারবেন।

এই বাইকের সর্বোচ্চ গতি ৯৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এই বাইকটি মাত্র ৩.৩ সেকেন্ডের মধ্যে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ অর্জন করতে পারে। এছাড়াও এতে আপনারা পেয়ে যাবেন ৫২ এনএম টর্ক। দ্রুত এবং স্মুদ এক্সিলারেশন এর জন্য এই টর্ক আপনাদের জন্য রয়েছে। এছাড়াও একবার চার্জ দিলে এই বাইকে আপনি ১৭৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন। মাত্র ৪৫ মিনিটের মধ্যে এই ব্যাটারি চার্জ হয়ে যাবে খুব সহজে। ফলে চালকদের অনেক কম সময় লাগবে এই বাইক চার্জ দেওয়ার জন্য। সম্প্রতি ওলা ইলেকট্রিক সংস্থাও তাদের ওলা কোম্পানির নতুন কিছু স্কুটার নিয়ে এসেছে। ফলে সবমিলিয়ে বলতে গেলে, ইলেকট্রিক বাইক এবং স্কুটারের বাজার এখন বেশ ভালো চলছে ভারতে।

Related Articles

Back to top button