বাজেটে নতুন ঘোষণা, বেসরকারি কর্মীদের জন্য পেনশন প্রকল্প কেন্দ্রের

Advertisement

Advertisement

গত শনিবার সাংসদে বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ অনেকগুলি নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন। তার মধ্যে একটি হল সংগঠিত ক্ষেত্রে কর্মীদের পেনশনের জন্য এনরোলমেন্ট বাধ্যতামূলক করা হবে।

Advertisement

এই বাজেট পেশে বলা হয়েছে, যেসমস্ত বেসরকারি সংস্থার কর্মীরা আছেন তাদের পেনশন প্রকল্পে টাকা জমানোর সুযোগ দিতে হবে। কর্মীদের বার্ধক্য বয়সের কথা চিন্তা করেই এমন প্রস্তাবনা পেশ করেছে কেন্দ্র সরকার।

Advertisement

আরও পড়ুন : চালু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো, জেনে নিন নুন্যতম ভাড়া

Advertisement

এই প্রকল্পে কর্মীরা সর্বনিম্ন ১০০ টাকা জমাতে পারবেন। কর্মী যে সংস্থার অধীনে কর্মরত সেই সংস্থাও কর্মীর হয়ে টাকা জমা করতে পারবেন। এই প্রকল্পের ফলে সুবিধা হবে কর্মীদের, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থসচীব রাজিব কুমার।

PF- এর জন্য কাটা টাকা জমা পড়ে দুটি একাউন্টে। একটি হল EPF বা প্রভিডেন্ট ফান্ড এবং দ্বিতীয়টি EPS বা পেনশন স্কিমে। PF এর টাকা নির্দিষ্ট সময়ের পরে তুলে নেওয়া যায় তবে তার জন্য রয়েছে কিছু নিয়ম।

Tags: Budget 2020

Recent Posts