এবার বাড়িতে বসেই মিলবে পেট্রোল ও ডিজেল, সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র
করোনা এসে ওলটপালট করে দিয়েছে পৃথিবীর স্বাভাবিক চালচলন। এদিনের সমস্ত ধ্যান ধারণাকে পাল্টে দিয়ে এবার থেকে হোম ডেলিভারি মিলতে পারে পেট্রোল, ডিজেলেও। এতদিন শুধুমাত্র গ্যাস, বিভিন্ন খাবার দাবার, বইপত্র, পোশাক আশাক ও ইলেকট্রনিক গ্যাজেটের হোম ডেলিভারি মিলত। কিন্তু কেন্দ্রের সিদ্ধান্ত এই ধারণা আমূল বদলে যেতে পারে। আগামী দিনে পেট্রোল, ডিজেল থেকে সিএনজি বাড়ি বসেই মিলবে সব। অদূর ভবিষ্যতে এই ধরনের অভিনব সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। শুক্রবার, কেন্দ্রীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তেমনই ঈঙ্গিত দেন।
আগামী দিনে গাড়ীর মালিক ও চালকদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্যই এমন সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। এ বিষয়ে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই এ বিষয়ে ভাবনা চিন্তা করবে সরকার। প্রসঙ্গত, ২০১৮ গ্রাহকদের বাড়িতে ডিজেল পৌঁছে দিচ্ছিল ভারতের সর্ববৃহত্ জ্বালানি রিটেলার সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। সারা দেশে না হলেও নির্দিষ্ট কয়েকটি বড় শহরে এই পরিষেবা চালু করেছিল সংস্থাটি।
বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ক্রয়কারী দেশ ভারত। কিন্তু করোনা ভাইরাস জনিত লকডাউনের কারণে এই এপ্রিল মাসেই ৭০ শতাংশ তেলের চাহিদা কমে যায়। পেট্রোলের চাহিদা এখনও ৪৭ শতাংশ কম রয়েছে। ৩৫ শতাংশ চাহিদা কমেছে ডিজেলেরও। এই অবস্থায় পেট্রো রসায়ন শিল্পে চাহিদা ফেরাতে অভিনব সিদ্ধান্ত নেওয়ার ভাবনা কেন্দ্রের।