আবারও দাম বাড়লো পেট্রোল ও ডিজেলের।তৈল বিপণন সংস্থাগুলি থেকে এই নিয়ে টানা পঞ্চমদিন দাম বাড়ানো হলো।সোমবার সাধারণ দামের থেকে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১৫-১৬ এবং ১৭-১৯ পয়সা বেড়ে গিয়েছে।
দিল্লীতে পেট্রোলের দাম বেড়ে দাঁড়ায় ৭৫.৬৯ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয় ৬৮.৬৮ টাকা। উল্লেখযোগ্য ব্যাপার হলো কম করের কারণে অন্যান্য মহানগরীর চেয়ে দিল্লীতে তেলের দাম অনেকটাই কম। দিল্লীতে ২রা জানুয়ারীর পর থেকে পেট্রোলের দাম প্রতি লিটারে ৪৪ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৫৮ পয়সা বেড়ে যায়।
আরও পড়ুন : ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট, ঘোষণা করল নির্বাচন কমিশন
রবিবার কলকাতায় পেট্রোলের দাম ১৫ পয়সা বেড়ে প্রতি লিটার ৭৮.২৮ এবং ডিজেলের দাম ১৭ পয়সা বেড়ে ৭১.০৪ টাকা হয়।একইভাবে মুম্বাইতে পেট্রোল এবং ডিজেলের দাম হয় যথাক্রমে ৮১.২৮ টাকা এবং ৭২.০২ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম ১৬ পয়সা বেড়ে হয় ৭৮.৬৪ টাকা এবং ডিজেলের দাম ১৯ পয়সা বেড়ে ৭২.৫৮ টাকা হয়।
এছাড়াও নয়ডা ও গুরুগ্রামেও পেট্রোল ও ডিজেলের দাম একই ভাবে বাড়তে দেখা গেছে। উল্লেখযোগ্য সোমবার আন্তর্জাতিক তেল বাজারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে ক্রমবর্ধমান ঝামেলার কারণে ইরাকের উপর হুমকি দেওয়ার পরে ব্রেন্ট ক্রুডের দাম দুই শতাংশ বেড়ে গেছে।