কৌশিক পোল্ল্যে: সবাই বলেন বয়স বাড়লে শরীর ও মন আগের তুলনায় দুইই ভেঙে পড়ে। এ তো বলছে সমীক্ষা; কিন্তু জানেন কী, এই ভারতবর্ষের হাজারো বয়যিষ্ঠ মানুষরা বয়সে বাড়লেও মনে কিন্তু তারা এখনও ছোট্ট শিশুটি। তাদের কীর্তিকলাপ নিয়ে বলতে শুরু করতে আলোচনা সহজে শেষ হবার নয়। কখনও তারা গান গেয়ে তাক লাগিয়ে দিচ্ছেন কিংবা সংসারের হাল ধরে এই বয়সেও সমান তালে জীবিকা নির্বাহ করছেন অথবা দুর্দান্ত নেচে কাঁপিয়ে দিচ্ছেন ড্যান্সফ্লোর।
এমনই আরও এক জনৈক বৃদ্ধের খোঁজ মিলল ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিয়োর মাধ্যমে। লাল নীল রকমারি আলোয় সাজানো ড্যান্সফ্লোরে এতটুকু ফিকে হয়ে পড়েনি তার নাচের প্রতিভা। ভিডিয়োতে দেখা যাচ্ছে গানের তালে তালে নেচে চলেছেন ওই বৃদ্ধ, সঙ্গে রয়েছেন তার নাতির বয়সী অন্যান্য যুবকরা, তবে সকলকে হার মানিয়ে দেদার নাচে ড্যান্সফ্লোর মাতিয়ে রাখলেন পৌঢ় ভদ্রলোকটি।
আরও পড়ুন : পুনের দম্পতি সিমেন্ট ছাড়াই বাড়ি বানিয়েছেন, গ্রীষ্মের গরমে আর লাগবেনা AC
ভিডিয়োটি ফেসবুকে আপলোড হওয়ার পরপরই বিভিন্ন গ্রুপ ও পেজে ঘুরতে থাকে, যদিও ভদ্রলোকের পরিচয় নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সকলেরই কমেন্টবক্সে দাদুর বয়সী এই বৃদ্ধকে বাহবা জানিয়েছেন। ‘চালিয়ে যাও দাদু’ কিংবা ‘দাদু জিন্দাবাদ’ শ্লো গানে পোস্ট চলে আসছে ট্রেন্ডিং লিস্টে।
সামাজিক মাধ্যমে এরকম প্রভিতাবান ব্যক্তিত্বের ভিডিয়ো ভাইরাল হয়ে প্রায়শই প্রকাশ্যে আসে, কিন্তু যারা বয়সের বোঝা সত্ত্বেও বিভিন্ন প্রতিকুলতাকে পার করে এগিয়ে চলেছেন প্রতিনিয়ত, তারাই বারংবার প্রমান করে দেন বয়সটা বোধহয় শুধু শরীরে, মনের বয়স হয় না।