বিনোদন

পুষ্পা ২ ছবির গানে দিদার সঙ্গে দুর্দান্ত নাচ, বৃদ্ধার এই নাচ দেখে মেতে উঠলো নেট দুনিয়া, ভিডিও ভাইরাল

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় হয়ে উঠেছে

Advertisement

দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার নতুন ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ছবিটি যেমন বক্স অফিসে ঝড় তুলেছে, তেমনই এর গানও শ্রোতাদের মন জয় করেছে। বিশেষ করে ছবির ‘পিলিংস’ গানটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। গানের তাল মিলিয়ে নানা বয়সের মানুষ নাচ করে ভিডিয়ো পোস্ট করছেন। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো মন জয় করেছে লক্ষাধিক নেটিজেনের।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গেছে, এক বৃদ্ধা তাঁর নাতির সঙ্গে মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন। ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অক্ষয় পার্থ নামের এক নেটপ্রভাবী, যিনি ইতিমধ্যেই ১৫ লক্ষ অনুগামী জুটিয়ে ফেলেছেন। সেই ভিডিয়োতে অক্ষয় এবং তাঁর দিদাকে ‘পিলিংস’ গানের সঙ্গে নাচ করতে দেখা যায়। অক্ষয়ের দিদার অনবদ্য মুখভঙ্গিমা এবং তাল মিলিয়ে নাচ করার ভঙ্গি দেখে অনেকেই বিস্মিত হয়েছেন।

ভাইরাল ভিডিয়োটির শুরুতেই দেখা যায়, অক্ষয়ের দিদা শাড়ি পরে মঞ্চে প্রবেশ করেন এবং নানা ভঙ্গিমায় দর্শকদের মন জয় করেন। এরপর নাতির সঙ্গে মেলবন্ধনে তিনি নাচতে শুরু করেন। দিদা-নাতির এই যুগলবন্দি দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন।

ভিডিয়োটি দেখে একজন নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বয়স কেবল একটা সংখ্যা, এই বৃদ্ধার নাচ তা আরও একবার প্রমাণ করল।’’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘‘রশ্মিকা মন্দানাও এই দিদার সামনে ফিকে পড়ে যাবে।’’

নাচের প্রতি বৃদ্ধার ভালোবাসা এবং আত্মবিশ্বাস নেটিজেনদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। অনেকেই এই ভিডিয়ো দেখে নিজেদের দাদু-দিদাদের স্মৃতিচারণ করেছেন এবং তাঁদের সঙ্গেও এমন মুহূর্ত ভাগ করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

‘পুষ্পা ২’-এর ‘পিলিংস’ গানটি যে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে, তা এই ভিডিয়ো আরও একবার প্রমাণ করল। শুধু যুবক-যুবতীরাই নয়, বয়সের বেড়াজাল পেরিয়ে বৃদ্ধরাও এই গানের ছন্দে মেতে উঠছেন। দিদা-নাতির এই মনোমুগ্ধকর নাচ যে আরও বহুদিন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।

Related Articles

Back to top button