আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে পৌঁছে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরে মোদি। ঘড়ির কাঁটা বলছে তখন রাত ১২টা পেরিয়ে গিয়েছে। এই ঠান্ডায় গায়ে কালো কোট আর গলায় মাফলার জড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গী করে বেরিয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুজনে ঘুরে দেখলেন কাশী বিশ্বনাথ মন্দির। পাশাপাশি এদিন ঢুঁ মারলেন বারাণসী স্টেশনেও।
এদিন প্রধানমন্ত্রী বারাণসীতে মূল উন্নয়ন কাজগুলি নিজের চোখে পরিদর্শন করতেই এই মাঝ রাতে তাঁর বেরোনো।মঙ্গলবার রাত ১২টা৫২মিনিটে মোদী টুইট লিখেছেন, “কাশীতে মূল উন্নয়নমূলক কাজগুলি পরিদর্শন করছি। এই পবিত্র শহরের জন্য সম্ভাব্য সর্বোত্তম পরিকাঠামো তৈরি করার জন্য আমাদের প্রচেষ্টা”। পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীকে স্থানীয়দের সঙ্গে কথোপকথন করতে এবং সকলে অভ্যর্থনা জানাতে আসা লোকদের দিকে হাত নাড়তে দেখা গেছে।
Inspecting key development works in Kashi. It is our endeavour to create best possible infrastructure for this sacred city. pic.twitter.com/Nw3JLnum3m
— Narendra Modi (@narendramodi) December 13, 2021
সোমবার উত্তরপ্রদেশের বারাণসীতে বিজেপির মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে পুরোড়া সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী মোদী। “এইমাত্র বিজেপির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে কাশীতে একটি বিস্তৃত বৈঠক শেষ করেছি,” প্রধানমন্ত্রী মোদী টুইট করে এও জানিয়েছেন। এদিন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এই বৈঠকে উপস্থিত ছিলেন, তিনিও জানিয়েছেন যে সোমবার গভীর রাত পর্যন্ত এই বৈঠকটি প্রায় ছয় ঘন্টা চলেছিল। প্রধানমন্ত্রী মোদী বর্তমানে নিজের সংসদীয় নির্বাচনী এলাকা বারাণসীতে দুই দিনের সফরে রয়েছেন।
গতকাল অর্থাৎ সোমবার প্রায় ৩৩৯ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত কাশী বিশ্বনাথ ধামের প্রথম পর্বের উদ্বোধন করেছেন। পাশাপাশি এদিন নিজে গঙ্গাস্নানের পাশাপাশি সন্ধেয় গঙ্গা আরতীও দর্শনও করেছেন। সোমবার মোদীর উপস্থিতির আনন্দে মন্দির চত্বর-সহ গোটা কাশীকেই আলোর রসনাইতে সাজিয়ে তোলা হয়েছিল। শহরজুড়ে যেন অকাল দীপাবলির পরিবেশ তৈরি হয়। প্রায় ১১ লক্ষ প্রদীপ দিয়ে এদিন সাজানো হয় দশাশ্বমেধ-সহ একাধিক ঘাট। এদিন উদ্বোধনী অনুষ্ঠানেচ মোদি জানান, “ঐতিহ্য ও আধুনিকীকরণের মিশেলে নতুন করিডর তৈরি করা হয়েছে।” পাশাপাশি এই কোভিড পরিস্থিতিতে যে শ্রমিকরা করিডর তৈরির কাজ চালিয়ে গিয়েছেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন মোদি।
মঙ্গলবার অর্থাৎ আজ বারাণসীতে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। আজ সকালে প্রথম যাবেন বিশ্বনাথ মন্দির। এরপর বেলা সাড়ে তিনটে নাগাদ বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে আরো এক বৈঠক রয়েছে। বৈঠকে ১২টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁদের রাজ্যের কাজের খতিয়ান তুলে ধরবেন বলে জানা গিয়েছে। আর তাই পর্যালোচনা করে দেখবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি একটি যোগ সংস্থার অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে মোদির। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সাথে আগামী ১৫ ডিসেম্বর রাম লল্লার দর্শনে অযোধ্যায় যাওয়ার কথা রয়েছে।