দেশজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে করোনার সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী সবরকম ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। রবিবার জনতা কারফিউ এবং অধিকাংশ রাজ্য জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু এরপরেও কিছু মানুষকে সারাদিন ঘোরাঘুরি করতে দেখা গেলো রাস্তায়। বিনা কারণেই রাস্তায় চলাফেরা এবং হেলমেট ছাড়া বিপজ্জনকভাবে বাইকে ঘোরাঘুরি করার পর কড়া পদক্ষেপ নেওয়া হলো উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে।
নেওয়া হয়েছে অভিনব পদ্ধতির সাহায্য। রবিবার বরেলির রাস্তায় বেরোনো মানুষের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটি পোস্টার। যাতে লেখা ছিল “আমি সমাজের শত্রু, আমি ঘরে থাকতে চাই না।” শুধু তাই নয় এটি হাতে ধরিয়ে তার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয়েছে। এরপর দ্রুত ভাইরাল হয়েছে সেই ছবি।
এই ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের প্রশংসা করেছেন নেটিজেনরা। কিন্তু অনেকের দাবী শুধু এটুকুতে হবে না। বাইরে বেরোলেই পিছনে লাথি মেরে ঢোকাতে হবে ঘরে। কেউ কেউ আবার বলছে বোধ, জ্ঞানহীন এই সব লোকদের গুলি করে মারা উচিত।