বর্তমান সময়ে রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের এক গুরুত্বপূর্ণ সদস্য। দক্ষিন আফ্রিকা সফরেও প্রথম টেস্টেও জলে উঠে ছিলেন। ওই ম্যাছে ১৭৬ এবং ১২৭ রান করেন তিনি। এই দুর্দান্ত পারফরম্যান্সের পর লাল বলের ক্রিকেটেও রোহিত শর্মার থেকে প্রত্যাশা অনেকখানি বেড়ে গেছে। আর তাতেই আপত্তি বিরাট কোহলির।
ক্যারিবিয়ান সফরে খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচনার মুখোমুখি হন রোহিত। আবার রোহিতীএ নিয়ে কোহলির সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়ে যায়। যেন মনে হচ্ছিল দুই তারকার মধ্যে অন্তদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। কিন্তু দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে সকল সমালোচকদের মুখ বন্ধ করেন রোহিত। ওইদিন সাংবাদিক বৈঠকে কোহলি যেভাবে রোহিতের পাশে দাঁড়ালেন, তা নজর কেড়েছে ক্রিকেট মহলের।
কোহলির মনে করেন, রোহিতের ফর্ম দলের অ্যাডভান্টেজ। তাহ ওর ওপর অতিরিক্ত ফোকাস করে দলের ছন্দের ব্যাঘাত ঘটানো ঠিক হবে না। এছাড়াও কোহলি বলেন পুনেতে স্পিন সহায়ক হলে উইনিং কম্বিনেশন ভাঙবেন ভারতীয় অধিনায়ক। সেক্ষেত্রে জাদেজা, অশ্বিন এবং হনুমা বিহারীর ওপর ভরসা রাখবেন বিরাট কোহলি।