Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১লা জুন থেকে চালু হচ্ছে ‘এক দেশ, এক রেশন কার্ড’, কিভাবে এই সুবিধা পাবেন জেনে নিন

Updated :  Sunday, May 31, 2020 9:22 PM

সোমবার থেকেই দেশ জুড়ে চালু হচ্ছে “এক দেশ, এক রেশন কার্ড”। এই রেশন কার্ড চালু হওয়ার ফলে এবার থেকে দেশের যে কোনো প্রান্ত থেকেই সাধারণ মানুষ কম দামে রেশন পাবেন। আপাতত ২০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে চালু হতে চলেছে এই ব্যবস্থা। আগামীকাল ১লা জুন থেকেই দেশ জুড়ে চালু হচ্ছে এই সুবিধা। কিভাবে এই রেশন কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ রেশন পাবে জেনে নিন পদ্ধতি।

১. এই পদ্ধতিতে রেশন পেতে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে নিজের নিজের রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এরপর সেখানে APL, BPL নাকি Antodya কোন কার্ডের জন্য আবেদন করা হচ্ছে তা জানাতে হবে। এরপর পরিবারের প্রধান, আধার কার্ড নম্বর, ভোটার কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

২. এই পদ্ধতিতে রেশন পেতে গেলে, আধার কার্ডের সাথে রেশন কার্ড লিংক করাতে হবে। এর জন্য কেন্দ্রীয় সরকার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে। ৩০ সেপ্টেম্বরের আগে লিংক না করলেও রেশন মিলবে, কিন্তু ওই তারিখের পর লিংক না থাকলে আর রেশন পাওয়া যাবেনা।

৩. আধারের সাথে রেশন কার্ড লিংক করার জন্য প্রথমে uidai.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে start now অপশনে ক্লিক করে Ration Card scheme বেছে নিতে হবে। এখানে নিজের রেশন কার্ড নম্বর, আধার নম্বর, ই-মেল আইডি এবং মোবাইল নম্বর লিখে জমা দিতে হবে। মোবাইলে আসা OTP দিলেই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। আবেদন ভেরিফাই হলেই আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ড সংযুক্তিকরণ হয়ে যাবে।

৪. ভারতের যে কোনও নাগরিকই এই রেশন কার্ড পেতে পারেন। যাদের বয়স ১৮ বছরের নীচে, তাদের নাম বাবা-মা এর সঙ্গে রেশন কার্ডে যুক্ত থাকবে। এই রেশন কার্ডে ৩ টাকা কেজি দরে চাল এবং ২ টাকা কেজি দরে গম পাওয়া যাবে।