দেশ

ইন্টারনেট পরিষেবা বা সিম ছাড়াই এবার চলবে মোবাইলে ভিডিও, খুব শীঘ্রই নতুন পরিষেবা নিয়ে আসছে কেন্দ্র

এই নতুন প্রযুক্তি চালু হলে ভিডিও ট্রাফিকের ২৫ থেকে ৩০ শতাংশ চলে আসবে ডিরেক্ট টু মোবাইলে

Advertisement

ইন্টারনেট পরিষেবা ছাড়াও এবারে ভিডিও দেখা যাবে যে কোন মোবাইলে। প্রয়োজন হবে না কোন সিম কেনার। খুব শীঘ্রই একটি নতুন ব্যবস্থা বাস্তবায়িত করতে চলেছে ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রক। একটু সম্মেলনে তথ্য এবং সম্প্রচার সচিব অপূর্বচন্দ্র জানিয়েছেন, দেশের ১৯ টি শহরে ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। ইতিমধ্যেই ভারতে এই প্রযুক্তি তৈরি হয়েছে। জানা যাচ্ছে যদি এই প্রযুক্তি চালু হয় তাহলে ভিডিও ট্রাফিকের ২৫ থেকে ৩০ শতাংশ চলে আসবে ডিরেক্ট টু মোবাইলে। ৫জি নেটওয়ার্কের ভিড় এর ফলে অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে।

এর ফলে বলতে গেলে ডিজিটাল বিপ্লব হবে সারা ভারতে। ডিজিটাল এর দিক থেকে কনটেন্টের স্বাধীনতা অনেকটা বৃদ্ধি পাবে। গত বছর ব্যাঙ্গালোর এবং দিল্লির কর্তব্যপথ এবং নয়ডায় এই পরীক্ষামূলক প্রয়োগ হয়েছিল। তিনি আরো জানিয়েছেন, দেশের ৮ থেকে ৯ কোটি বাড়ি যেখানে টিভি নেই সেখানে এই প্রযুক্তি কাজ করবে। সেই সমস্ত বাড়িতে টিভি দেখার সুযোগ করে দেবে এই টেকনোলজি। দেশে ২৮ কোটি পরিবারের মধ্যে এখন ১৯ কোটি পরিবারের বাড়িতে টিভি রয়েছে। ফলে বাকি পরিবারের জন্য এই টেকনোলজি দারুণ প্রয়োজনীয় হতে চলেছে।

এই প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন, এসো আশি কোটি স্মার্ট ফোন এই মুহূর্তে ব্যবহার হয় এবং সেখানে যত কনটেন্ট দেখা হয় তার ৬৯ শতাংশ হল ভিডিও কনটেন্ট। ফলে মোবাইলে অতিরিক্ত ভিডিও দেখার কারণে নেটওয়ার্ক পরিষেবা ধাক্কা খেয়ে যায়। কনটেন্ট দেখার ক্ষেত্রে অনেক সময় বাধা আসে এবং বাফারিং হতে থাকে। এইসবের হাত থেকে মুক্তি পেতেই এই নতুন ডিরেক্ট টু মোবাইল টেকনোলজি আনা হয়েছে। সাংখ্য ল্যাব এবং খড়গপুর আই আই টির এই নতুন প্রযুক্তি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে যে কোন মোবাইল বা স্মার্ট ডিভাইসে ভিডিও অডিও ট্রান্সমিশন দেখা যাবে। স্থলভাগে যে টেলি কমিউনিকেশন সিস্টেম রয়েছে তার ওপর ভিত্তি করে ভিডিও চলবে। সেই ভিডিও নিমেষেই কোটি কোটি মোবাইলে পৌঁছে যাবে তাও আবার কম খরচে।

Related Articles

Back to top button