Today Trending Newsকলকাতানিউজরাজ্য

রাজ্যজুড়ে আতঙ্ক, আরও একজনের শরীরে ধরা পড়ল COVID-19 জীবাণু

Advertisement

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে তিন। তৃতীয় করোনা আক্রান্ত উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা। সম্প্রতি স্কটল্য়ান্ড থেকে ফেরেন। ফেরার পর থেকে তিনি আইসোলেশনে ছিলেন, শুক্রবার রাতে তাঁর রিপোর্টে করোনা পজিটিভ আসলে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে যে দুজন করোনা আক্রন্তের সন্ধান পাওয়া যায় তারা ফিরেছিলেন লন্ডন থেকে। ফিরতেই নিয়ম না মেনে ঘুরে বেড়িয়েছিলেন নানা স্থানে। বার বার বলা সত্বেও বিদেশ থেকে ফিরে কিছু মানুষ সতর্কতা অবলম্বন করছেন না।ফলে সংক্রমণ ছড়ানোর ভয় আরও বেড়ে যাচ্ছে।

আরও পড়ুন : ‘যথেষ্ট খাদ্যদ্রব্য মজুত আছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই’, দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী

করোনা আক্রান্ত তৃতীয় তরুন দেশে ফিরে যাদের সংস্পর্শে এসেছেন তাদের ও তরুণের পরিবারের সদস্যদের আইসোলেশনে রাখা হবে। ক্রমাগত আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্কও বেড়ে চলেছে। ইতিমধ্যে যে তিনজন করোনা আক্রান্ত প্রত্যেকেই বিদেশ থেকে ফিরেছে।

তাই বিদেশ থেকে আগত ব্যক্তিদের স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে বলা হচ্ছে,যদি কোনোরকম উপসর্গ ধরা পড়ে তাহলে হাসপাতালে যোগাযোগ করতে হবে বলে জানানো হয়েছে। এই নির্দেশ না মেনে সতর্কতা অবলম্বন না করতে করোনার প্রভাব আরও ছড়িয়ে পড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button