দিল্লি : হায়দ্রাবাদের এক তরুণী গণধর্ষিত হয়েছেন এবং এর প্রতিবাদে গর্জে উঠেছে পুরোদেশ, রাজপথে নেমে পড়েছেন সবাই। সবাই আন্দোলনে সামিল হয়েছেন। তবে এই আন্দোলনে সামিল এক প্রতিবাদী তরুণী আবার পুলিশের হাতে হেনস্থা হলেন। পুলিশ আবার নোটিশ পাঠায় দিল্লি মহিলা কমিশন কে।
হায়দ্রাবাদের গণধর্ষণ কাণ্ডের নারকীয় অত্যাচারএরপর ৪৮ ঘণ্টার মধ্যেই চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে কঠোর শাস্তির দাবিতে সরব হন সমাজকর্মী। তবে এক প্রতিবাদী তরুণীকে পুলিশ নাকি টেনেহিঁচড়ে গাড়িতে তুলে আনেন।
এমনটাই অভিযোগ করেছেন তিনি এবং তিনি আরো বলেন এমনকি তার হাতে নাকি সেফটিপিন ফুটিয়ে দেওয়া হয়। এক নারীকে অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে, আরেক নারী নির্যাতিত হন। প্রতিবাদী নারী সংসদ ভবনের সামনে ধর্না শুরু করেছিলেন তিনি। কিন্তু দিল্লি পুলিশ তার সঙ্গে দুর্ব্যবহার করে কিন্তু কেন এই হেনস্থার শিকার হলেন এই তরুণী? এমন প্রশ্ন টাই তুলেছেন মহিলা কমিশন।