গত বছর পেঁয়াজের মূল্যবৃদ্ধি চোখে জল মধ্যবিত্ত ভারতীয়দের। হেঁশেল সামলাতে হিমশিম খেতে হয়েছিল সাধারণ মানুষকে। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছিল প্রশাসন। মূল্যবৃদ্ধির জেরে সমালোচনার মুখে পড়ে কেন্দ্র সরকার বাধ্য হয়ে পেঁয়াজের রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে। দেশের বাইরে পেঁয়াজ রপ্তানি আটকে দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল সরকার।
সেই নিষেধাজ্ঞা এবার প্রত্যাহার করে নিল সরকার। পেঁয়াজের দাম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার কারণেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন। তিনি বলেন, দেশে পেঁয়াজের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। মধ্যবিত্তের নাগালের মধ্যে রয়েছে দাম। তাই প্রত্যাহার করা হচ্ছে পেঁয়াজের রপ্তানি নিয়ে সরকারি নিষেধাজ্ঞা।
আরও পড়ুন : দিল্লিতে হিংসার প্রভাব দাম বাড়ল সবজি থেকে দুধের
এর কারণ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রীর যুক্তি, নিষেধাজ্ঞা না প্রত্যাহার করলে চাষীরা পেঁয়াজের সঠিক মূল্য পাবেন না। এ বছর পেঁয়াজের উৎপাদন যথেষ্ট হয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, রপ্তানি আটকে গেলে ক্ষতি হতে পেঁয়াজ চাষের। এর ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতে হবে চাষীদের। সেই কারণেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।