Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পেঁয়াজ হয়েছে গুদামজাত, কালোবাজারি হওয়ার ফলে পেঁয়াজের দাম আকাশছোঁয়া

কয়েকদিন আগে বুলবুলের আঘাত বিধ্বস্ত হয়েছে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলা। গ্রামবাংলাই আমাদের শস্য উৎপাদনের একমাত্র জায়গা। ভেসে গিয়েছে গ্রামের পর গ্রাম এবং তার প্রভাব পড়েছে শস্যের উপর। বস্তার মধ্যে পড়ে রয়েছে…

Avatar

কয়েকদিন আগে বুলবুলের আঘাত বিধ্বস্ত হয়েছে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলা। গ্রামবাংলাই আমাদের শস্য উৎপাদনের একমাত্র জায়গা। ভেসে গিয়েছে গ্রামের পর গ্রাম এবং তার প্রভাব পড়েছে শস্যের উপর।

বস্তার মধ্যে পড়ে রয়েছে বিপুল সংখ্যক পেঁয়াজ। বস্তাবন্দি হয়ে পড়ে থাকতে থাকতে পেঁয়াজ থেকে গাছ বেরিয়ে গেছে। কিছু অসাধু ব্যবসায়ী, বুলবুলের দোহাই দেখিয়ে গুদামজাত করছে এই পেঁয়াজ। তাদের উদ্দেশ্য এখন এই পেঁয়াজ গুলিকে গুদামজাত করে রেখে পরে এগুলিকে বেশি দামে বিক্রি করার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যারা রোদে পুড়ে এবং জলে ভিজে কষ্ট করে মাঠে চাষ করছে, এই ফসল উৎপাদন করছে , তারা ন্যূনতম মূল্য পায়, তাদের ঘরে দারিদ্রতার সীমা নেই। কিন্তু অন্যদিকে এই অসাধু কালোবাজারি ব্যবসাদাররা মধ্য ভোগী হয়ে সাধারণ মানুষকে বেশি দামে বিক্রি করে। যে কারণে সাধারণ মানুষ ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পেঁয়াজ ছাড়া আমিষ রান্না প্রায় অচল। বাজারের থলে নিয়ে পেঁয়াজ কিনতে গিয়ে, সাধারণ মানুষের তো চক্ষু চড়কগাছ। নিম্নবিত্তরা তাই পেঁয়াজ না কিনেই বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন, আর উচ্চবিত্তরা পেঁয়াজের পরিমাণ কমাচ্ছেন।

About Author