ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৩১ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে অনলাইন পেমেন্ট, ব্লক হবে আপনার Google Pay, Phone Pay ইউপিআই আইডি

মূলত ভারতের সাধারণ মানুষের সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে

Advertisement

Advertisement

গুগল পে, ফোন পে এবং পেটিএম ব্যবহারকারীদের সমস্যা আরও বাড়তে পারে আগামী ৩১ ডিসেম্বর থেকে। সরকারি সূত্রে মারফত খবর এবার ৩১শে ডিসেম্বরের পরে অনেক ব্যবহারকারীর ইউপিআই আইডি বন্ধ হয়ে যেতে পারে। ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন NPCI এই প্রসঙ্গে একটা নতুন সার্কুলার জারি করেছে। এই সার্কুলারে GOOGLE PAY, PHONE PE, ও PAYTM এর ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়েছে এই সরকারি সংস্থাটি। NPCI তৃতীয় পক্ষের অ্যাপ গুগল পে, ফোনপে এবং পেটিএমকে এই সম্পর্কে সরকারকে আপডেট দেওয়ার নির্দেশ দিয়েছে। মূলত এই আপডেট এমন কিছু ইউপিআই আইডি নিয়ে যেগুলি প্রায় এক বছর যাবত ব্যবহার করা হয়নি। এক বছর ধরে যে সমস্ত ইউপিআই আইডি চালু নয়, সেগুলিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদি ৩১শে ডিসেম্বরের মধ্যে সেই সমস্ত ইউপিআই আইডিতে কোন লেনদেন না হয়, তাহলে নতুন বছরের শুরুর দিন থেকে সেই সমস্ত আইডি বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে সরকার।

Advertisement

এই নিয়মটির ব্যাপারে, তথা এই সার্কুলারের ব্যাপারে বিস্তারিত বলতে গেলে, যে সমস্ত ইউপিআই আইডি গত এক বছর ধরে বন্ধ রয়েছে, সেগুলিকে সরকারের তরফ থেকেই বন্ধ করে দেওয়া হয়। এর মূল কারণ হলো ব্যবহারকারী সুরক্ষা। অনেক সময় এমন হতে দেখা যায়, ব্যবহারকারী নিজের পুরনো নম্বরটাকে ইউপিআই আইডি থেকে ডিলিট করেননি, কিন্তু তিনি এখন একটা নতুন ইউপিআই আইডি ব্যবহার করছেন। ফলে আগের ইউপিআই আইডি রয়ে গেল, আবার সেটার ব্যাপারে ওই ব্যক্তি ভুলেও গেলেন। কিন্তু তখনও ব্যাংকের সাথে কিন্তু ওই আইডি লিংক করা রয়ে গেছে। সেই অবস্থায়, যদি সাইবার জালিয়াতরা ওই ইউপিআই আইডি হ্যাক করে ব্যাংক থেকে টাকা তুলে নেন, তাহলে হয়তো ওই ব্যক্তি বুঝতেও পারবেন না। সেই কারণেই যে সমস্ত ইউপিআই আইডি চালু নয়, সেগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Advertisement

শুধু সরকারের তরফ থেকে নয় সুপ্রিম কোর্টের তরফ থেকেও এই একই নির্দেশিকা দেওয়া হয়েছে ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনকে। যদি কোন ব্যক্তি নিজের নতুন নম্বরে নতুন ইউপিআই আইডি ইস্যু করেন, তাহলে পুরনো নম্বরে ফ্রড হবার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। সেই কারণেই, এখন ৯০ দিন বা তার বেশি সময় ধরে চালু না থাকা নম্বরকে যে কোন টেলিকম কোম্পানি ব্লক করে দিতে পারেন। এর পাশাপাশি, সেই ইউপিআই আইডিকেও বন্ধ করে দিতে পারে ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন।

Advertisement

Recent Posts