টেক বার্তা

50MP ক্যামেরা সহ Oppo-এর আশ্চর্যজনক স্মার্টফোন সস্তা হয়ে গেল, কম দাম দেখে হতবাক গ্রাহকরা

Advertisement

স্মার্টফোন নিয়ে মানুষের ফ্যাশিনেশন আলাদা লেভেই থাকে। অনেকেই চান যে তাঁদের যে স্মার্টফোনটি আছে সেটা যেন ক্যামেরার মতো হোক। কিন্তু সব চাইলেই তো আর সব পাওয়া যায় না। যাইহোক, এবার ফোনের বাজারে ঝড় তুলতে চলেছে Oppo।
আপনি যদি 5G ইন্টারনেটের সুবিধা নিতে স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে আজ এই আর্টিকেলে, আপনি Oppo কোম্পানির একটি দুর্দান্ত স্মার্টফোন সম্পর্কে আলোচনা হবে, যা আপনি এই ছাড়ের অফারের পর ১০,০০০ টাকারও কমে কিনে নিতে পারেন। আপনি যদি ১০ হাজার টাকার মধ্যে একটি নতুন স্মার্টফোন পাওয়ার কথা ভাবছেন, তবে আপনি অ্যামাজনের সীমিত সময়ের চুক্তিটি মিস করবেন না। এই বোম্বাস্টিক ডিলে, গত বছর লঞ্চ হওয়া Oppo A38 স্মার্টফোনটি একটি দুর্দান্ত অফার পাচ্ছে।

4GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনের দাম অফারে পেয়ে যাবেন মাত্র ১০,৯৯৯ টাকাইয়। এই সেলে আপনি ৯৯৯ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্টে এটি কিনতে পারবেন। এই ছাড়ের পর ফোনটির দাম পড়বে ১০ হাজার টাকা। কোম্পানি এই ফোনে বাম্পার এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে। মনে রাখবেন এক্সচেঞ্জে পাওয়া বাড়তি ছাড় নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির ওপর। ফোনটির ইএমআই শুরু ৫৩৩ টাকা থেকে।

অপোর এই ফোনে রয়েছে ১৬১২×৭২০ পিক্সেল রেজুলেশনের ৬.৫৬ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। এই ডিসপ্লেটি 90Hz এর রিফ্রেশ রেট এবং ৭২০ নিটসের শীর্ষ উজ্জ্বলতা স্তরের সাথে আসে। ফোনটিতে 4GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। প্রসেসর হিসেবে এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট। ফটোগ্রাফির জন্য কোম্পানি এই ফোনে এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা অফার করছে। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই প্রধান ক্যামেরা সহ ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।

সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টেমের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক কালারওএস 13.1 এ কাজ করে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.৩, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মতো ফিচার।

Related Articles

Back to top button