গত কয়েকদিন আগে এক জনসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর স্লোগান তুলেছিলেন, “দেশদ্রোহীদের গুলি করে মারো।” তার এই স্লোগানের পর গত চারদিনে দিল্লিতে মোট তিনটি গুলি মারার ঘটনা ঘটে।
এদিন বাজেট নিয়ে অধিবেশনের শুরুতে নানান প্রশ্নের উত্তর দিতে শুরু করেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। তারপরই বিরোধীদের দিক থেকে ভেসে আসে একটি স্লোগান “গুলি চালানো বন্ধ করো।”
আরও পড়ুন : মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী গঙ্গারামপুর, শিক্ষিকাকে প্রকাশ্যে হেনস্থায় বহিস্কৃত তৃণমূল নেতা
একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয় যেখানে দেখা যায় অনুরাগ ঠাকুর “দেশদ্রোহীদের গুলি করে মারো” স্লোগানটি চলাকালীন তার সঙ্গে সঙ্গে ঠোঁট নাড়াচ্ছেন। কিন্তু পরে তিনি দাবী করেন তিনি এমন স্লোগান দেননি। এরপর নির্বাচন কমিশন তাকে জনসভায় ভাষন দেওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে।
এই ঘটনার পরপরই দিল্লিতে ঘটে গেলো তিনটি গুলি চালানোর ঘটনা। একটি ঘটনা ঘটে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে। পরের দুটি নাগরিকত্ব আইনের প্রতিবাদস্থলের কাছাকাছি হলেও কেউ আহত হননি।