প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ২০২০ সালের করোনা পরবর্তী সময়ে চালু করা হয়েছিল এক বিশেষ প্রকল্প, যা মূলত ছোট ব্যবসায়ী ও রাস্তার হকারদের জন্য তৈরি। এই প্রকল্পের মাধ্যমে ব্যবসায়ীরা নিজেদের আধার কার্ড ব্যবহার করে সহজেই লোন পেতে পারেন। সবচেয়ে বড় সুবিধা হলো, এই লোন পাওয়ার জন্য কোনও ধরনের গ্যারান্টি দেওয়ার প্রয়োজন নেই।
প্রথম ধাপে, ব্যবসায়ীদের ১০ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি লোন শোধ করতে পারেন, তাহলে দ্বিতীয় পর্যায়ে ২০ হাজার টাকা লোন নেওয়ার সুযোগ পাবেন। দ্বিতীয় ধাপের লোনও সঠিক সময়ে পরিশোধ করলে তৃতীয় ধাপে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে।
১. ব্যাঙ্কে গিয়ে আবেদন:
নিকটবর্তী সরকারি ব্যাঙ্কে গিয়ে আধার কার্ড জমা দিয়ে লোনের জন্য আবেদন করতে হবে।
ব্যাঙ্ক থেকে প্রাপ্ত লোন এক বছরের মধ্যে (১২ মাস) শোধ করতে হবে।
পিএম স্বনিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে।
আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা আবশ্যক।
অনলাইনে আবেদন করার সময় কেওয়াইসি যাচাই করা হবে।
স্থানীয় সরকারি সহায়তা কেন্দ্র থেকে একটি অনুমতিপত্র জমা দিতে হবে।
তথ্য আপলোডের পর সমস্ত তথ্য যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে সহজেই লোনের টাকা পেয়ে যাবেন।
লোনের উপর সুদ আরবিআই গাইডলাইন অনুসারে ধার্য করা হয়েছে, যা সাধারণ ব্যাঙ্কের সুদের হার অনুযায়ী নির্ধারিত হবে।
পিএম স্বনিধি যোজনা ছোট ব্যবসায়ীদের জন্য একটি বড় সুযোগ। সহজ প্রক্রিয়ায় লোন পাওয়ার মাধ্যমে ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা আরও উন্নত করতে পারবেন। প্রয়োজনীয় নথি নিয়ে দ্রুত আবেদন করে আপনি এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন।
Broadway fans are buzzing after a jaw-dropping revival of the musical Chess officially opened at…
The weekend box office delivered a jaw-dropping twist that left fans emotional and buzzing. Now…
Former WWE star Layla has left fans shocked with a jaw-dropping revelation about her career.…
Hollywood fans are reeling after reports surfaced that Dakota Johnson has stepped back from her…
Kate Middleton and Prince William, the Prince and Princess of Wales, celebrate 15 years since…
The Detroit Lions have confirmed that legendary guitarist Jack White will headline the 2025 Thanksgiving…